ঝিনাইদহে বিএনপি’র শতাধিক নেতাকর্মীর উপর হামলা-মারপিটের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে বিএনপি’র সমাবেশে আশা ও যাওয়ার পথে শতাধিক নেতাকর্মীকে হামলা ও মারপিট করে আহত করা হয়েছে। বুধবার সকালে এইচ এস এস সড়কের জেলা বিএনপি’র কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড এম এ মজিদ বলেন, জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন খাতে ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে সদরের ১৭ টি ইউনিয়ন ও ৬টি উপজেলা থেকে বিএনপি’র নেতাকর্মীদের আশা ও যাওয়ার পথে প্রায় ১১৩ জন নেতাকর্মীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা । আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।

এমন ঘটনার সুষ্ঠ তদন্ত করে পুলিশ প্রশাসনের ব্যবস্থা নেওয়া দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

ঝিনাইদহ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »