ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে মাকসুদা বেগম (৪৩) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার কলারদোয়ানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী লাইব্রেরিয়ান ( সহকারী শিক্ষিকা ) ও উপজেলার লেবুজিলবুনিয়া গ্রামের স্কুল
শিক্ষক নুরে আলমের স্ত্রী। রবিবার (১৪ আগস্ট) সকালে স্কুল যাওয়ার পথে এ দূর্ঘটনাটি ঘটে।
কলারদোয়ানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেদার উদ্দিন তালুকদার জানান, ওই দিন সকালে তিনি তার নিজ বাড়ি থেকে ভ্যানে করে স্কুলে যাওয়ার কালে অসাবধনতা বশত: গায়ে থাকা ওড়নাটি ভ্যানের চাকায় পেঁচিয়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দুপুরে তার মৃত্যু হয়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার উজ্জল মন্ডল জানান, তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরন করা হয়েছিলো।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস