ভিয়েনা ০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
  • ৩০ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা ও দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। বুধবার লঙ্কান পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্দেনা এ তথ্য জানান।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী- এক বিবৃতিতে স্পিকার বলেন, ‘রাজাপাকসে দেশ থেকে দূরে থাকায় সংবিধান অনুযায়ী বিক্রমাসিংহেকে নিয়োগ দিয়েছেন।’

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে আপাতত মালদ্বীপে আশ্রয় নিয়েছেন। শ্রীলঙ্কায় বুধবার সকাল থেকে আবারও নতুন করে জনরোষ দেখা গেছে। পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলেছে সেনাবাহিনী। দেশজুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা।

বিক্রমাসিংহের গণমাধ্যম বিষয়ক সচিব দিনুক কলম্বেজ বলেছেন, ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রী (দেশব্যাপী) জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং পশ্চিম প্রদেশে কারফিউ জারি করেছেন।’

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

আপডেটের সময় ০৪:৫৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা ও দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। বুধবার লঙ্কান পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্দেনা এ তথ্য জানান।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী- এক বিবৃতিতে স্পিকার বলেন, ‘রাজাপাকসে দেশ থেকে দূরে থাকায় সংবিধান অনুযায়ী বিক্রমাসিংহেকে নিয়োগ দিয়েছেন।’

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে আপাতত মালদ্বীপে আশ্রয় নিয়েছেন। শ্রীলঙ্কায় বুধবার সকাল থেকে আবারও নতুন করে জনরোষ দেখা গেছে। পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলেছে সেনাবাহিনী। দেশজুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা।

বিক্রমাসিংহের গণমাধ্যম বিষয়ক সচিব দিনুক কলম্বেজ বলেছেন, ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রী (দেশব্যাপী) জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং পশ্চিম প্রদেশে কারফিউ জারি করেছেন।’

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ