আন্তর্জাতিক ডেস্ক: চরম সংকটে থাকা শ্রীলঙ্কাতে আগামী ২০ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংসদের স্পিকার। সোমবার (১১ জুলাই) স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বলেন, ১৫ জুলাই থেকে ফের অধিবেশনে বসবে পার্লামেন্ট।
এক বিবৃতিতে তিনি আরও বলেন, ১৯ জুলাই পার্লামেন্টে মনোনয়নপত্র জমা দিতে পারবেন আগ্রহীরা। পরদিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
এদিকে চরম অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কাতে গত কয়েক মাস ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে বিক্ষোভকারীরা। দেশটিতে রিজার্ভ সংকটের পাশাপাশি দেখা দিয়েছে জ্বালানী সংকট। ফলে চরম সংকটের মধ্যে দিন যাপন করছেন সেখানকার বাসিন্দারা।
অন্যদিকে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ডুকে পরেছে। জীবন নিয়ে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট। এখন পর্যন্ত বিক্ষোভকারীর প্রেসিডেন্ট প্যালেসটি দখল করে রেখেছেন।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ