ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের অভিযোগ, ভোটার ও রাজনৈতিক দলকে ভয় পায় বলেই অবাধ, নিরপেক্ষ নির্বাচন চায় না আওয়ামী লীগ। জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় স্থানীয় সরকার নির্বাচনেও অনিয়মের অভিযোগ তোলেন তিনি।
২০ দলীয় জোটের নেতা, আল্লামা নূর হোসাইন কাসেমী ও এ এইচ এম কামরুজ্জামান খানের স্মরণ সভায় এ সব কথা বলেন নজরুল ইসলাম খান।
তিনি বলেন, দলীয়করনের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে ক্ষমতাসীনরা। নির্বাচন সঠিক না হলে গণতন্ত্র থাকেনা বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি অভিযোগ করেন, জনপ্রিয়তা নেই বলেই যে কোন ভাবে ক্ষমতায় টিকে থাকতে চায় আওয়ামী লীগ। অবিলম্বে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান, নজরুল ইসলাম খান।
ঢা. প্র/ইউবি টাইমস