তজুমদ্দিন বিআরডিবির চেয়ারম্যান আমিন মহাজনের মাতা ও চাঁচড়া ইউপি সদস্য রতন মিয়ার মৃত্যু,বিভিন্ন মহলের শোক

শরীফ আল-আমীন,তজুমদ্দিন (ভোলা): তজুমদ্দিন ইউসিসি লিঃ এর চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিন মহাজনের মাতা আলেয়া বেগম (৬২) মৃত্যু বরণ করেন(ইন্না-লিল্লাহি……রাজিউন)। বুধবার দুপর ২.৩০ ঘটিকায় উপজেলার চাঁদপুর ইউনিয়নে তার নিজ বাড়িতে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে ও ২ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় তজুমদ্দিন ডিগ্রি কলেজ মাঠে মরুহুমার নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় চাঁচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রতন মিয়া (৫৫) তার নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি……রাজিউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

তাদের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন, উপজেলা আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মোঃ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন ও শহিদুল্যাহ কিরণ, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন
পোদ্দার, চাঁচড়া ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান, ইউনিয়ন আ’লীগের সভাপতি সামছুউদ্দিন মাষ্টার, শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের অধ্যক্ষ মোঃ মুঈনুদ্দীন, উপজেলা যুবলীগের মেহেদী হাসান মিশু, সাধারণ সম্পাদক আবদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি রফিক সাদী, সাধারণ সম্পাদক এম নূরুন্নবী সেচ্ছাসেবকলীগের সভাপতি ইশতিয়াক হাসান, সাধারণ সম্পাদক মিজান পোদ্দার,ছাত্রলীগের আহ্বায়ক মোঃ রাসেল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »