ভিয়েনা ১০:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুেত আরও ৪ জনের প্রাণহানি হামাসকে নিরস্ত্রীকরণের জন্য যুক্তরাষ্ট্রের কোনও সময়সীমা নেই – ট্রাম্প জার্মানিতে শরণার্থীদের অনেকেই এখনও দারিদ্র্যের ঝুঁকিতে আছে মঙ্গলবার অস্ট্রিয়া সফরে আসছেন জার্মানির প্রেসিডেন্ট স্টাইনমায়ার ওমানে দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর লাশ ফিরল দেশে পাকিস্তান ও আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বাংলাদেশ-চীন সম্পর্কের সুবর্ণজয়ন্তী, সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: ইসি আনোয়ারুল তজুমদ্দিনে আগুনে পুড়লো ১৯ মাছের আড়ৎ

আগামীকাল ৪ ফেব্রুয়ারী থেকে চীনের রাজধানী বেইজিং-এ শুরু হচ্ছে শীতকালীন বিশ্ব অলিম্পিক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
  • ১৩ সময় দেখুন

আগামীকাল শুক্রবার ৪ ফেব্রুয়ারী থেকে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত চীনের রাজধানী বেইজিং – এ শুরু হচ্ছে ২৪ তম শীতকালীন বিশ্ব অলিম্পিক

ইউরোপ ডেস্কঃ অলিম্পিকে অংশগ্রহণ করতে অস্ট্রিয়ার ৪৬ জন শীতকালীন এথলেটিকস গত সপ্তাহান্তে অস্ট্রিয়ান এয়ারলাইন্স যোগে বেইজিং পৌঁছেছে। বেইজিং-এ পৌঁছেই অস্ট্রিয়ার উড়ন্ত জাম্পার মারাতা ক্রাগার সহ আরও দুইজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ফলে অস্ট্রিয়ার তিনজন সুপারস্টারের অলিম্পিকে অংশগ্রহণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তার বর্তমানে অস্ট্রিয়ান অলিম্পিক কোয়ার্টারে আইসোলেশনে আছেন।

শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করতে বেইজিং-এ যাবার পূর্বে ৪৬ সদস্য বিশিষ্ট অস্ট্রিয়ান দলকে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট Alexander Van der Bellen অস্ট্রিয়ার প্রেসিডেন্ট প্রাসাদ Hofburg – এ এক সংবর্ধনা দেন। প্রেসিডেন্ট আলেকজান্ডার ফান ডার বেলেন এথলেটদের সাফল্য কামনা করেন।

চীনা সংবাদ সংস্থা জিনহুয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছেন ২৪ তম এইবারের অলিম্পিকে মোট ৯১টি দেশের মোট ২,৮৭১ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। যার মধ্যে ১,৫৮১ জন পুরুষ এথলেটস এবং ১,২৯০ জন মহিলা এথলেটস।

বেইজিং শীতকালীন বিশ্ব অলিম্পিকে প্রতিযোগীরা মোট  ১০৯ টি বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবেন। শীতকালীন বিশ্ব অলিম্পিক গেমস হল একটি বড় আকারের আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা যা প্রত্যেক চার বছর পর পর অনুষ্ঠিত হয়। শীতকালীন অলিম্পিক গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের মত নয়, এর বৈশিষ্ট্য হল ক্রীড়াসমূহ তুষার ও বরফের উপর অনুশীলন করা হয়। শীতকালীন অলিম্পিক গেমসের প্রথম আসর বসেছিল ফ্রান্সের চেমনিক্সে ১৯২৪ সালে। শীতকালীন অলিম্পিকের মূল পাঁচটি ক্রীড়া (যেগুলো আবার নয়টি বিভাগে বিভক্ত) ছিল ববস্লেইগ, কার্লিং, আইস হকি, নরডিক স্কিইং (এর বিভাগ গুলো হল মিলিটারি প্যাট্রোল, ক্রস কান্ট্রি স্কিইং, নরডিক কম্বাইন্ড এবং স্কী জাম্পিং) এবং স্কেটিং ( এর বিভাগ গুলো হল ফিগার স্কেটিং এবং স্পীড স্কেটিং।

চীনা সংবাদ সংস্থা আরও জানায়,রাজধানী বেইজিং ছাড়াও প্রতিবেশী শহর ইয়ানকিং এবং চোংলির নিকটবর্তী স্থানে অনুষ্ঠিত হবে।

উইঘুর গণহত্যা, চীনের সাধারণ মানবাধিকার পরিস্থিতি এবং অন্যান্য বিভিন্ন উদ্বেগ ও বিতর্কের কারণে এই শীতকালীন অলিম্পিকগুলি কূটনৈতিক বয়কটের বিষয় হয়ে দাঁড়িয়েছে।  মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ অস্ট্রেলিয়া এবং কসোভো সহ গেমসের কূটনৈতিক বয়কট ঘোষণা করেছে, যদিও তারা সকলেই ক্রীড়াবিদদের প্রতিযোগীতায় পাঠাবে কিন্ত কোন মন্ত্রী বা কর্মকর্তারা এতে অংশ নেবে না।

গত ২০২০ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকের মতো, যা টোকিওতে ছয় মাস আগে অনুষ্ঠিত হয়েছিল, এই গেমগুলি আন্তর্জাতিক COVID-19 মহামারী দ্বারা প্রভাবিত হয়েছে, যার ফলে স্বাস্থ্য ও সুরক্ষা প্রোটোকলগুলি বাস্তবায়ন হয়েছে এবং গেমগুলিতে জনসাধারণের উপস্থিতিতে বিধিনিষেধ রয়েছে ৷

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর

Tag :
জনপ্রিয়

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগামীকাল ৪ ফেব্রুয়ারী থেকে চীনের রাজধানী বেইজিং-এ শুরু হচ্ছে শীতকালীন বিশ্ব অলিম্পিক

আপডেটের সময় ০৯:২১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২

আগামীকাল শুক্রবার ৪ ফেব্রুয়ারী থেকে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত চীনের রাজধানী বেইজিং – এ শুরু হচ্ছে ২৪ তম শীতকালীন বিশ্ব অলিম্পিক

ইউরোপ ডেস্কঃ অলিম্পিকে অংশগ্রহণ করতে অস্ট্রিয়ার ৪৬ জন শীতকালীন এথলেটিকস গত সপ্তাহান্তে অস্ট্রিয়ান এয়ারলাইন্স যোগে বেইজিং পৌঁছেছে। বেইজিং-এ পৌঁছেই অস্ট্রিয়ার উড়ন্ত জাম্পার মারাতা ক্রাগার সহ আরও দুইজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ফলে অস্ট্রিয়ার তিনজন সুপারস্টারের অলিম্পিকে অংশগ্রহণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তার বর্তমানে অস্ট্রিয়ান অলিম্পিক কোয়ার্টারে আইসোলেশনে আছেন।

শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করতে বেইজিং-এ যাবার পূর্বে ৪৬ সদস্য বিশিষ্ট অস্ট্রিয়ান দলকে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট Alexander Van der Bellen অস্ট্রিয়ার প্রেসিডেন্ট প্রাসাদ Hofburg – এ এক সংবর্ধনা দেন। প্রেসিডেন্ট আলেকজান্ডার ফান ডার বেলেন এথলেটদের সাফল্য কামনা করেন।

চীনা সংবাদ সংস্থা জিনহুয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছেন ২৪ তম এইবারের অলিম্পিকে মোট ৯১টি দেশের মোট ২,৮৭১ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। যার মধ্যে ১,৫৮১ জন পুরুষ এথলেটস এবং ১,২৯০ জন মহিলা এথলেটস।

বেইজিং শীতকালীন বিশ্ব অলিম্পিকে প্রতিযোগীরা মোট  ১০৯ টি বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবেন। শীতকালীন বিশ্ব অলিম্পিক গেমস হল একটি বড় আকারের আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা যা প্রত্যেক চার বছর পর পর অনুষ্ঠিত হয়। শীতকালীন অলিম্পিক গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের মত নয়, এর বৈশিষ্ট্য হল ক্রীড়াসমূহ তুষার ও বরফের উপর অনুশীলন করা হয়। শীতকালীন অলিম্পিক গেমসের প্রথম আসর বসেছিল ফ্রান্সের চেমনিক্সে ১৯২৪ সালে। শীতকালীন অলিম্পিকের মূল পাঁচটি ক্রীড়া (যেগুলো আবার নয়টি বিভাগে বিভক্ত) ছিল ববস্লেইগ, কার্লিং, আইস হকি, নরডিক স্কিইং (এর বিভাগ গুলো হল মিলিটারি প্যাট্রোল, ক্রস কান্ট্রি স্কিইং, নরডিক কম্বাইন্ড এবং স্কী জাম্পিং) এবং স্কেটিং ( এর বিভাগ গুলো হল ফিগার স্কেটিং এবং স্পীড স্কেটিং।

চীনা সংবাদ সংস্থা আরও জানায়,রাজধানী বেইজিং ছাড়াও প্রতিবেশী শহর ইয়ানকিং এবং চোংলির নিকটবর্তী স্থানে অনুষ্ঠিত হবে।

উইঘুর গণহত্যা, চীনের সাধারণ মানবাধিকার পরিস্থিতি এবং অন্যান্য বিভিন্ন উদ্বেগ ও বিতর্কের কারণে এই শীতকালীন অলিম্পিকগুলি কূটনৈতিক বয়কটের বিষয় হয়ে দাঁড়িয়েছে।  মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ অস্ট্রেলিয়া এবং কসোভো সহ গেমসের কূটনৈতিক বয়কট ঘোষণা করেছে, যদিও তারা সকলেই ক্রীড়াবিদদের প্রতিযোগীতায় পাঠাবে কিন্ত কোন মন্ত্রী বা কর্মকর্তারা এতে অংশ নেবে না।

গত ২০২০ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকের মতো, যা টোকিওতে ছয় মাস আগে অনুষ্ঠিত হয়েছিল, এই গেমগুলি আন্তর্জাতিক COVID-19 মহামারী দ্বারা প্রভাবিত হয়েছে, যার ফলে স্বাস্থ্য ও সুরক্ষা প্রোটোকলগুলি বাস্তবায়ন হয়েছে এবং গেমগুলিতে জনসাধারণের উপস্থিতিতে বিধিনিষেধ রয়েছে ৷

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর