ভিয়েনা ১১:৪০ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বর্তমানে সারা দেশে স্বাধীনভাবে কাজ করছেন গণমাধ্যমকর্মীরা – এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
  • ১৮ সময় দেখুন

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আওয়ামীলীগ সরকারের সময়ে মুক্ত ও স্বাধীনভাবে কাজ করছেন গণমাধ্যমকর্মীরা। সমাজের সকল ভাল-মন্দ কাজগুলো স্বাধীনভাবে তুলে ধরতে পারছেন তারা। জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর দেশের সর্বক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন হয়েছে। তাই গণমাধ্যমকর্মীদের উচিত সকল সংবাদের পাশাপাশি সরকারের এসব উন্নয়নগুলোও তুলে ধরা।

মঙ্গলবার সকালে ভোলার লালমোহনে যুগান্তর স্বজন সমাবেশ’র আয়োজনে যুগান্তরের ২৩ বছরে পদার্পণ উপলক্ষে কেকে কাটা পরবর্তী আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এমপি শাওন বলেন, বর্তমানে দুর্গম চরাঞ্চলের মানুষও শিক্ষা স্বাস্থ্য ও বিদ্যুতের সেবা পাচ্ছে। মহামারী করোনায় কর্মহীন মানুষের পাশে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর আগেই দেশের মানুষের জন্য টিকা নিশ্চিত করেছেন তিনি। তাই গণমাধ্যমকর্মীদের উচিত সরকারের এসব সাফল্যগুলো তুলে ধরা।

যুগান্তরের লালমোহন প্রতিনিধি জসিম জনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ, প্রেসক্লাবের সভাপতি আবদুস সাত্তারসহ উপজেলার বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

ভোলা/ইবিটাইমস/এম আর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বর্তমানে সারা দেশে স্বাধীনভাবে কাজ করছেন গণমাধ্যমকর্মীরা – এমপি শাওন

আপডেটের সময় ০২:৪১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আওয়ামীলীগ সরকারের সময়ে মুক্ত ও স্বাধীনভাবে কাজ করছেন গণমাধ্যমকর্মীরা। সমাজের সকল ভাল-মন্দ কাজগুলো স্বাধীনভাবে তুলে ধরতে পারছেন তারা। জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর দেশের সর্বক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন হয়েছে। তাই গণমাধ্যমকর্মীদের উচিত সকল সংবাদের পাশাপাশি সরকারের এসব উন্নয়নগুলোও তুলে ধরা।

মঙ্গলবার সকালে ভোলার লালমোহনে যুগান্তর স্বজন সমাবেশ’র আয়োজনে যুগান্তরের ২৩ বছরে পদার্পণ উপলক্ষে কেকে কাটা পরবর্তী আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এমপি শাওন বলেন, বর্তমানে দুর্গম চরাঞ্চলের মানুষও শিক্ষা স্বাস্থ্য ও বিদ্যুতের সেবা পাচ্ছে। মহামারী করোনায় কর্মহীন মানুষের পাশে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর আগেই দেশের মানুষের জন্য টিকা নিশ্চিত করেছেন তিনি। তাই গণমাধ্যমকর্মীদের উচিত সরকারের এসব সাফল্যগুলো তুলে ধরা।

যুগান্তরের লালমোহন প্রতিনিধি জসিম জনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ, প্রেসক্লাবের সভাপতি আবদুস সাত্তারসহ উপজেলার বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

ভোলা/ইবিটাইমস/এম আর