নেত্রকোনা প্রতিনিধি: চেক জালিয়াতির মামলায় বর্তমানে জামিনে থাকা নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার মেয়র মোঃ আলাল উদ্দিনের সন্ত্রাসীরা মামলার বাদী মনজুরুল ইসলামের শ্বশুরবাড়িতে গিয়ে হুমকি প্রদান করেছে। শনিবার, ২২ জানুয়ারি সকাল ১১ টার দিকে আলালের বেতনভুক্ত সন্ত্রাসী মো: রেজাউল করিম, শরিফ আহমেদ এর নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী বাদীর শ্বশুর বাড়িতে গিয়ে এই হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেছেন মঞ্জুরুল ইসলাম।
তিনি বলেন, মেয়র আলালের বড় ভাই মরহুম জয়নাল আবেদীনের পৌরসভার অধীন বিরিশিরির বাড়িতে গিয়ে মঞ্জুরুল ইসলামকে খোঁজে সন্ত্রাসীরা। তারা বাড়িতে অবস্থানরত জয়নাল আবেদীনের স্ত্রী প্রাক্তন প্রধান শিক্ষিকা অসুস্থ জাহানারা বেগমকে তার জামাইয়ের করা মামলা তুলে নেয়ার জন্য হুমকি প্রদান করে। মামলা না তুললে ঘরবাড়ি জ্বালিয়ে দূর্গাপুর হতে বের করে দেয়া হবে বলে শাসিয়ে যায়।
বাড়িতে এসে শাসিয়ে যাওয়ার সময় রেজাউল করিম নামে আলাউদ্দিনের এক সন্ত্রাসী আমার শ্বশুর বাড়ির বিরিশিরিতে তাদের উপস্থিতি প্রমান করার জন্য ছবি উঠিয়ে বাদীর মেসেঞ্জারে প্রেরন করে হুমকি দেয় যে, তোকে আজ পেলে জানে মেরে ফেলতাম। অভিযোগের বিষয়ে দুর্গাপুর পৌর মেয়র মোহাম্মদ আলাউদ্দিন এর মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
দূর্গাপুর পৌর মেয়র আলাউদ্দিন আলালের বিরুদ্ধে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালত ১৮ তে চেক জালিয়াতির দুটো মামলা করেন তারই ভাজতি জামাই মঞ্জুরুল ইসলাম। মামলা নং ২৫৭/২১ এবং ২৫৮/২১, এ মামলায় আলালের বিরুদ্ধে প্রেফতারি পরোয়ারা জারি হলে গত ৯ জানুয়ারি আলাল আদালত থেকে জামিন গ্রহন করে। মামলা থেকে জামিন নেয়ার পর বিভিন্নভাবে বাদীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিয়ে আসছিল বলে জানান মঞ্জুরুল ইসলাম।
আরটি/নেত্রকোনা/ইবিটাইমস/আরএন