ভিয়েনা ১০:৪১ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠির বাজারে বিক্রি হচ্ছে অবৈধভাবে আহরণ করা রেনু চিংড়ি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
  • ২২ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির বাজারগুলাত অবৈধভাব আহরণ করে রেনু চিংড়ি বিক্রি হচ্ছে । সমুদ্র থেকে এক শ্রেণির অসাধু জেলেরা আইন অমান্য করে বিদি জাতীয় জাল দিয়ে চিংড়ির পোনা আহরণ করে এবং সমূদ্র থেকে দূরবর্তী বাজার এলাকায় ব্যাপারিদের মাধ্যমে বিভিন্ন হাটে বাজারে বিক্রি হচ্ছে।

প্রতিদিন শত শত টন এই জাতীয় রেনু চিংড়ি আহরণের ফলে মৎস সম্পদ হুমকির মুখে পরেছে। তবে, এই রনু চিংড়িগুলো বাজারে প্রকাশ্য বিক্রি হলও এদের বিরুদ্ধ কোন ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। বাজারে সর্বনিন্ম ১ইঞ্চি আয়তনের চিংড়ি ৭০০ থেকে ৮০০টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে । আর এই রনু চিংড়ি পোনা ১০০টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে । এই রেনু চিংড়ির পোনা দিয়ে বড়া ভাজা খাওয়া যায় কিন্তু কোন তরিতরকারীতে দেবার উপযোগী নয়।

ঝালকাঠির চাদকাঠী বাজার এলাকায় ইদানিং এই রেনু চিংড়ি মাঝে মাঝে বিক্রি হচ্ছে। বাজার আসা স্থানীয় কিছু সচেতন মানুষ প্রশাসনের এই  উদাসীনতার ব্যাপার ক্ষোপ প্রকাশ করেছে।

বাধন রায় /ইবিটাইমস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠির বাজারে বিক্রি হচ্ছে অবৈধভাবে আহরণ করা রেনু চিংড়ি

আপডেটের সময় ১১:২০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির বাজারগুলাত অবৈধভাব আহরণ করে রেনু চিংড়ি বিক্রি হচ্ছে । সমুদ্র থেকে এক শ্রেণির অসাধু জেলেরা আইন অমান্য করে বিদি জাতীয় জাল দিয়ে চিংড়ির পোনা আহরণ করে এবং সমূদ্র থেকে দূরবর্তী বাজার এলাকায় ব্যাপারিদের মাধ্যমে বিভিন্ন হাটে বাজারে বিক্রি হচ্ছে।

প্রতিদিন শত শত টন এই জাতীয় রেনু চিংড়ি আহরণের ফলে মৎস সম্পদ হুমকির মুখে পরেছে। তবে, এই রনু চিংড়িগুলো বাজারে প্রকাশ্য বিক্রি হলও এদের বিরুদ্ধ কোন ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। বাজারে সর্বনিন্ম ১ইঞ্চি আয়তনের চিংড়ি ৭০০ থেকে ৮০০টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে । আর এই রনু চিংড়ি পোনা ১০০টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে । এই রেনু চিংড়ির পোনা দিয়ে বড়া ভাজা খাওয়া যায় কিন্তু কোন তরিতরকারীতে দেবার উপযোগী নয়।

ঝালকাঠির চাদকাঠী বাজার এলাকায় ইদানিং এই রেনু চিংড়ি মাঝে মাঝে বিক্রি হচ্ছে। বাজার আসা স্থানীয় কিছু সচেতন মানুষ প্রশাসনের এই  উদাসীনতার ব্যাপার ক্ষোপ প্রকাশ করেছে।

বাধন রায় /ইবিটাইমস