ভিয়েনা ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে যুবককে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
  • ১৯ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরে মো. নাদিম হোসেন খান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষর লোকজন।

এ সময় হামলায় তার সাথে থাকা মাসুদ শেখ (২৫) নামের আরও এক যুবক আহত হন। আহত নাদিম খান সদর উপজেলার তেজদাসকাঠী এলাকার নজরুল ইসলাম খানের পুত্র ও মাসুদ শেখ উত্তর কদমতলা এলাকার আব্দুর রহিম শেখ এর পুত্র।

গুরুতর আহত যুবলীগ নেতা নাদিম খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) দুপুরে জেলা সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কদমতলা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হানিফ খান। আহতরা তার কর্মী  আর প্রতিপক্ষের ওই ইউপি’র বর্তমান চেয়ারম্যান শিহাব হোসেনের লোকজন এ হামলা করেছে বলে তার দাবী।

তিনি আরো  জানান, গত বুধবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সদর উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভা ছিল। সেই সভায়  তারা আমার (হানিফ খান) নেতৃত্বে  যোগদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শিহাব হোসেন ও তার ভাইপো উপজেলা ভাইস চেয়ারম্যান বায়জীদ লোকজন নিয়ে তাদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।নাদিমের শরীরের বিভিন্ন স্থানে ২০-৩০টি কোপের চিহ্ন রয়েছে।

তবে উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজিদ হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জানান, তিনি আজ (বৃহস্পতিবার) সহ  গত কয়েকদিন ধরে ঢাকায় অবস্থান করছেন।আর ইউপি চেয়ারম্যান জানান, এ ঘটনা সম্পর্কে তিনি (চেয়ারম্যান) কিছুই জানেন  না। ঘটনার সময় তিনি ইউনিয়ন পরিষদের কাজে ব্যাস্ত ছিলেন।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ হাসান জানান, দু’জনকে কুপিয়ে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।যার মধ্যে এক জনের হাত বিচ্ছিন্ন থাকায় গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।আহত নাদিমের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.জা.মো. মাসুদুজ্জামান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। থানায় কোন লিখিত অভিযোগ আসেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে যুবককে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

আপডেটের সময় ১০:২৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরে মো. নাদিম হোসেন খান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষর লোকজন।

এ সময় হামলায় তার সাথে থাকা মাসুদ শেখ (২৫) নামের আরও এক যুবক আহত হন। আহত নাদিম খান সদর উপজেলার তেজদাসকাঠী এলাকার নজরুল ইসলাম খানের পুত্র ও মাসুদ শেখ উত্তর কদমতলা এলাকার আব্দুর রহিম শেখ এর পুত্র।

গুরুতর আহত যুবলীগ নেতা নাদিম খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) দুপুরে জেলা সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কদমতলা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হানিফ খান। আহতরা তার কর্মী  আর প্রতিপক্ষের ওই ইউপি’র বর্তমান চেয়ারম্যান শিহাব হোসেনের লোকজন এ হামলা করেছে বলে তার দাবী।

তিনি আরো  জানান, গত বুধবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সদর উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভা ছিল। সেই সভায়  তারা আমার (হানিফ খান) নেতৃত্বে  যোগদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শিহাব হোসেন ও তার ভাইপো উপজেলা ভাইস চেয়ারম্যান বায়জীদ লোকজন নিয়ে তাদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।নাদিমের শরীরের বিভিন্ন স্থানে ২০-৩০টি কোপের চিহ্ন রয়েছে।

তবে উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজিদ হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জানান, তিনি আজ (বৃহস্পতিবার) সহ  গত কয়েকদিন ধরে ঢাকায় অবস্থান করছেন।আর ইউপি চেয়ারম্যান জানান, এ ঘটনা সম্পর্কে তিনি (চেয়ারম্যান) কিছুই জানেন  না। ঘটনার সময় তিনি ইউনিয়ন পরিষদের কাজে ব্যাস্ত ছিলেন।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ হাসান জানান, দু’জনকে কুপিয়ে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।যার মধ্যে এক জনের হাত বিচ্ছিন্ন থাকায় গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।আহত নাদিমের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.জা.মো. মাসুদুজ্জামান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। থানায় কোন লিখিত অভিযোগ আসেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস