ডেস্ক রিপোর্ট: বিদেশি প্রবেশকারীদের জন্য সাত দিন হোম কোয়ারেন্টিনের নির্দেশনা জারি করেছে ভারত। বিশ্বের যেকোনো দেশ থেকে সেখানে পৌঁছালে কোয়ারেন্টিনে থাকতে হবে। সাত দিন কোয়ারেন্টিনের পর অষ্টম দিন করোনার আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে। এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু।
নতুন নিয়ম অনুযায়ী, আরটি-পিসিআর পরীক্ষায় পজেটিভ হলে তাদের আইসোলেশনে পাঠানো হবে এবং তাদের নমুনা জ্বীনগত পরীক্ষা করা হবে। বিদেশ থেকে আসা কোনো যাত্রী যদি করোনা নেগেটিভও হন, তাহলে পরবর্তী সাতদিন তার স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করার কথা বলা হয়েছে নতুন নিয়মে।
অন্যদিকে ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকাও বড় করেছে ভারত। গত ডিসেম্বরে নতুন করে নয়টি দেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করায় এ সংখ্যা ১৯টিতে দাঁড়িয়েছে।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ