ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের কলেজ ছাত্রী আরিফা আহমেদ অনন্যা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২৭ ডিসেম্বর) শহরের ক্লাব রোডে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন।
মানবন্ধনে বক্তব্য রাখেন নিহত আরিফার দাদা আবু হোসেন, বোন কানিজ ফাতিমা সোনিয়া, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের সহপাঠী আব্দুল্লাহ আল যুবাইর, মাহমুদুল হাসান ফয়সাল, সাদিয়া আফরিন রুমী, আবিদ হাসান অমি, লিমন শিকদার, ইমন শেখ, জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
নিহত আরিফার আহম্মেদ অনন্যার স্বজনরা বলেন, শশুর বাড়ির লোকজন তাকে নির্যাতন করে মেরে ফেলেছে।তাই তারা এক এক সময় এক এক রকম কথা বলে।তারা তাকে পিটিয়ে গুরুতর আহত করে হাসপাতালে ভর্তি করে আমাদের খবর দেন।আমরা গিয়ে তাকে হাসপাতালে মৃত্যু অবস্থায় দেখতে পাই।
এসময় বক্তরা আরিফার মৃত্যুর জন্য তার শ্বশুর বাড়ির লোকদের দায়ী করেন।তাদের দাবী, তাকে নির্মমভাবে হত্যার সুষ্ঠু তদন্ত করে এর পেছনে যারা আছে তাদেরও বিচার করতে হবে।
মানববন্ধন শেষে টাউন ক্লাব থেকে একটি বিক্ষোভ বের হয় এবং তা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সরকারী সোহরাওয়ার্দী কলেজে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, নিহত কলেজ ছাত্রী অনন্যা পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের ১ম বর্ষের ছাত্রী ছিলেন। গত ২৩ ডিসেম্বর শ্বশুর বাড়ির লোকজন তাকে পিটিয়ে হত্যা করেন।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস