ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলায় ১২ থেকে ১৭ বছর বয়সি মাধ্যমিক স্তরের ৪৭ হাজার শিক্ষার্থীকে টিকা দান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলির সদস্য ও ১৪ দলের সমন্বয়ক এবং মূখপাত্র জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেছেন।
জেলা সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম, পৌর মেয়র, আলহাজ্ব লিয়াকত আলি তালুকদার বিশেষ অতিথি ছিলেন।
প্রথম দিন ১ হাজার শিক্ষার্থীকে টিকা প্রধান করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন আমুর বলেন, করোনা ভাইরাসের আক্রমন দূর্বল হলেও এরা আমাদের অসচেতনতার সুযোগ নিয়ে আবারও বয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে ।সরকার সকল শ্রেণির মানুষকে টিকা দানের আওতায় এনে এই মহামারি থেকে রক্ষা করার চেষ্টা করেছে। আমাদের এখন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
বাধন রায়/ইবিটাইমস