আন্তর্জাতিক সংবাদ: ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনী তাদের ‘কম্ব্যাট মিশন’ সমাপ্তির ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে ইরাকে অবস্থান করা যুক্তরাষ্ট্রের সব সেনা নিজ দেশে ফেরার আগ পর্যন্ত প্রশিক্ষণ ও উপদেশ প্রদানের ভূমিকা পালন করবে।
ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। তিনি এক টুইট বার্তায় বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে জোট বাহিনীর যুদ্ধ অভিযানের সমাপ্তি ঘোষণা করছি।’
কাসিম আল আরাজি আরও জানান, বছর শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের ‘কম্ব্যাট মিশন’ শেষ হয়েছে। এখন তাদের সেনাদের প্রত্যাহার করা হবে। সেনা প্রত্যাহার হলেও পশ্চিমা বাহিনী ইরাকের সেনাদের প্রশিক্ষণসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করবে।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ