ভিয়েনা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভোলার চরফ্যাসনে RAB`র সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জলদস্যু নিহত,অস্ত্র উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
  • ৩৩ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাসন(ভোলা): ভোলার চরফ্যাসনের চর কুকরী মুকরী ইউনিয়নে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয়ের ২ জলদস্যু নিহত হয়েছে। শনিবার দিবাগত ভোর রাতে চর কুকরী মুকরী ইউনিয়নের বাবুগঞ্জ গ্রামের জাইল্লার খাল নামক এলাকার ফরেষ্ট কেওড়া বাগানে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। দক্ষিণ আইচা থানা পুলিশ রোববার সকালে নিহত দুই জনের লাশ উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসেন। তবে নিহত দুই জলদস্যুর নাম পরিচয় জানাযায়নি।এঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি এনামূল হক বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেছেন বলে ওসি সাখাওয়াত হোসেন জানিয়েছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানাযায়,শনিবার মধ্যরাতে চর কুকরী মুকরীর বাবুগঞ্জ এলাকায় জলদস্যুদের বিরুদ্ধে অভিযান চালায় র‌্যাব-৮ এর একটি দল। র‌্যাবের এসময় উপস্থিতি টের পেয়ে ১০/১৫ জনের একদল সন্ত্রাসী জলদস্যু বাহিনী তাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষায় র‌্যাব পাল্টা গুলি চালায়। এতে পিস্তল, শটগান ও এসএমজির ৪৬ রাউন্ড গুলি বিনিময় হয়। ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধে অভিযান স্থলে ২ জলদস্যু মারা যায়। এসমেয় ১০/১২ জন উত্তরদিকে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ, স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে ২জনের জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া অভিযান শেষে ঘটনাস্থল থেকে ওয়ান সুটারগান-২ একনলা বন্দুক ১টি,দেশীয় সুটারগান ১টি, পাইপ গান ১টি ও ২টা রামদা ও জলদ্স্যুতার কাজে ব্যবহারিত মালামাল জব্দ করা হয়।

চরফ্যাসন হাসপাতালের কর্মরত চিকিৎসক অমিতাভ দে জানান, নিহত দুই জনের বাম বুকে এবং পিঠে ৫টি গোলাকৃতির ক্ষত চিহ্ন রয়েছে। ক্ষত গুলো গুলির কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ফরেনসিক পরিক্ষার প্রয়োজন।

দক্ষিণ আইচা থানার ওসি(তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, সুরতহালে নিহতদের বুকে এবং পিঠে গোলকৃতির ক্ষত রয়েছে। র‌্যাবের অভিযানিক দলের সাথে গোলাগুলিতে তারা নিহত হয়েছেন।

দক্ষিণ আইচা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, বন্ধুক যুদ্ধে নিহত ২ জনের লাশ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে।জেলা পুলিশ সুপার মোহাম্মদ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,দুই জনের লাশ পুলিশ উদ্ধার করে সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে।

ভোলা/ইবিটাইমস /এম আর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার চরফ্যাসনে RAB`র সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জলদস্যু নিহত,অস্ত্র উদ্ধার

আপডেটের সময় ১২:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাসন(ভোলা): ভোলার চরফ্যাসনের চর কুকরী মুকরী ইউনিয়নে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয়ের ২ জলদস্যু নিহত হয়েছে। শনিবার দিবাগত ভোর রাতে চর কুকরী মুকরী ইউনিয়নের বাবুগঞ্জ গ্রামের জাইল্লার খাল নামক এলাকার ফরেষ্ট কেওড়া বাগানে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। দক্ষিণ আইচা থানা পুলিশ রোববার সকালে নিহত দুই জনের লাশ উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসেন। তবে নিহত দুই জলদস্যুর নাম পরিচয় জানাযায়নি।এঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি এনামূল হক বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেছেন বলে ওসি সাখাওয়াত হোসেন জানিয়েছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানাযায়,শনিবার মধ্যরাতে চর কুকরী মুকরীর বাবুগঞ্জ এলাকায় জলদস্যুদের বিরুদ্ধে অভিযান চালায় র‌্যাব-৮ এর একটি দল। র‌্যাবের এসময় উপস্থিতি টের পেয়ে ১০/১৫ জনের একদল সন্ত্রাসী জলদস্যু বাহিনী তাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষায় র‌্যাব পাল্টা গুলি চালায়। এতে পিস্তল, শটগান ও এসএমজির ৪৬ রাউন্ড গুলি বিনিময় হয়। ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধে অভিযান স্থলে ২ জলদস্যু মারা যায়। এসমেয় ১০/১২ জন উত্তরদিকে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ, স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে ২জনের জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া অভিযান শেষে ঘটনাস্থল থেকে ওয়ান সুটারগান-২ একনলা বন্দুক ১টি,দেশীয় সুটারগান ১টি, পাইপ গান ১টি ও ২টা রামদা ও জলদ্স্যুতার কাজে ব্যবহারিত মালামাল জব্দ করা হয়।

চরফ্যাসন হাসপাতালের কর্মরত চিকিৎসক অমিতাভ দে জানান, নিহত দুই জনের বাম বুকে এবং পিঠে ৫টি গোলাকৃতির ক্ষত চিহ্ন রয়েছে। ক্ষত গুলো গুলির কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ফরেনসিক পরিক্ষার প্রয়োজন।

দক্ষিণ আইচা থানার ওসি(তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, সুরতহালে নিহতদের বুকে এবং পিঠে গোলকৃতির ক্ষত রয়েছে। র‌্যাবের অভিযানিক দলের সাথে গোলাগুলিতে তারা নিহত হয়েছেন।

দক্ষিণ আইচা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, বন্ধুক যুদ্ধে নিহত ২ জনের লাশ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে।জেলা পুলিশ সুপার মোহাম্মদ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,দুই জনের লাশ পুলিশ উদ্ধার করে সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে।

ভোলা/ইবিটাইমস /এম আর