কামরুজ্জামান ভূঁইয়া ডালিম, গ্রিস প্রতিনিধিঃ গ্ৰিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস মঙ্গলবার সকালে একটি টেলিকনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভায় তার সূচনা বক্তব্যে ছুটির দিন এবং ওমিক্রন মিউটেশনের উপস্থিতির পরিপ্রেক্ষিতে জনস্বাস্থ্য সম্পর্কে ঘোষণা দিয়েছেন।
৬০ বছর বেশি বয়সীদের টিকা বাধ্যতামূলক ঘোষণা করেছেন, যা কিনা কার্যকর হবে ১৬ জানুয়ারি থেকে। ১৬ জানুয়ারি আগে থেকে কেহ যদি টিকা গ্রহণ না করেন তাদেরকে শাস্তিমুলক ব্যবস্থা হিসেবে ১০০ ইউরো জরিমানা গুনতে হবে।এরপর যারা টিকা দেবেন না, প্রতি মাসে তাদের ১০০ ইউরো জরিমানা করা হবে।
প্রধানমন্ত্রী ঘোষণা করেন এটা কোন রাষ্ট্রীয় শাস্তি নয়, এটা জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং অপরকে সুরক্ষা রাখা । গ্ৰিস সরকার লকডাউন এর দিকে না গিয়ে সকল জনগণকে টিকা গ্রহণ করা এবং তৃতীয় ডোজ গ্রহণ করার দিকে নজর দিয়েছেন । তিনি বলেন,লকডাউন কোন সমাধান নয় ।
গ্রিস /ইবিটাইমস