জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা ঐতিহ্যবাহী নিজস্ব কার্যালয় অবৈধ ভাবে দখলের পায়তারার বিরুদ্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে সোমবার বিকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্বা সংসদসের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শাহাজাহন মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আ. ন. ম. শাহজামাল দুলাল, সহ-সভাপতি রিপন শান, আব্দুর রাজ্জাক মাস্টার ও সাধারণ সম্পাদক বজলুর রহমান প্রমূখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, ভোলা জেলার লালমোহনের মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের নিজস্ব ঘর দখলের পায়তারা চলছে। একটি চক্র ষড়যন্ত্র করে অবৈধ ভাবে এই পায়তারা চালাচ্ছে। ওই চক্রকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা এখনি থামুন, তা না হলে এর বিরুদ্ধে সামনের দিকে আরো কঠোর আন্দোলন করে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহসভাপতি আনোয়ার মাস্টার।
ভোলা/ইবিটাইমস