ভিয়েনা ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
  • ২৪ সময় দেখুন

শেখ ইমন,ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। রোববার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার বিপ্রবগদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, উপজেলার হাকিমপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সাচ্চু জোয়ারদার ও বর্তমান চেয়ারম্যান জিকু শিকদারের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধ চলে আসছিল।এরই জের ধরে আজ দুপুরে বিপ্রবগদিয়া গ্রামে সাচ্চু ও জিকু’র সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে  উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে পুলিশের ৩ সদস্য আহত হয়। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানানা ওসি।

ঝিনাইদহ/ইবিটাইমস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

আপডেটের সময় ০৬:১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১

শেখ ইমন,ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। রোববার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার বিপ্রবগদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, উপজেলার হাকিমপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সাচ্চু জোয়ারদার ও বর্তমান চেয়ারম্যান জিকু শিকদারের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধ চলে আসছিল।এরই জের ধরে আজ দুপুরে বিপ্রবগদিয়া গ্রামে সাচ্চু ও জিকু’র সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে  উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে পুলিশের ৩ সদস্য আহত হয়। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানানা ওসি।

ঝিনাইদহ/ইবিটাইমস