আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের উত্তরাঞ্চলে প্রবল ঝড়ে একজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া হাজার হাজার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ঠান্ডায় জমে যাওয়া রাস্তায় চালকরা আটকে পড়েছে।
শনিবার কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি একথা জানায়।
আয়ারল্যান্ডের উত্তরাঞ্চলে একটি পতিত গাছের সঙ্গে ওই ব্যক্তির গাড়ি ধাক্কা লাগায় তিনি নিহত হন। পুলিশ জানায়, শুক্রবার রাতে আয়ারল্যান্ডে, ‘ঝড় আরওয়েন’ আঘাত হানার সতর্কতা জানিয়েছিল যুক্তরাজ্যের আবহাওয়া অফিস।
আঞ্চলিক বিদ্যুৎ বিভাগ জানায়, ঘন্টায় প্রায় ১০০ মাইল (১৬০ কিলোমিটার) বেগে বাতাস বইছে। তীব্র ঝড়ের কারণে ইংল্যান্ডের উত্তরাঞ্চলে ৫৫ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
নিউক্যাসলের উত্তরে এক্সপ্রেস ট্রেন পরিষেবা স্থগিত ও রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে স্কটল্যান্ডের কিছু অংশ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। শুক্রবার বিকেল থেকে ব্যাপকভাবে তুষারপাতে ব্যাহত হয়েছে।
আবহাওয়া অফিস সতর্ক করেছে যে,শনিবার সকালের মধ্যে বাতাস কমলেও পরিস্থিতি চ্যালেঞ্জিং থাকবে। জনসাধারণকে অপরিহার্য না হলে ভ্রমণ এড়ানোর অনুরোধ করা হয়েছে।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ