ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তিনি তাঁর জীবন নিয়ে লড়াই করছেন।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে যুবদলের সমাবেশে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।
ফখরুল বলেন, ‘আমরা কি ঘরে বসে থাকব? আমরা সমস্ত শক্তি দিয়ে তাঁর জীবন রক্ষার জন্য কাজ করব’। বিএনপির মহাসচিব আরও বলেন, ‘সামনের দিনে আরও শক্তি নিয়ে নেমে আসব। এ সরকারকে বাধ্য করতে হবে যে, কালবিলম্ব না করে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। অন্যথায় পেছনের দরজাটাও খুঁজে পাবেন না।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘ওয়ান-ইলেভেনের চক্রান্ত হিসেবে খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। কেন্দ্রীয় কারাগারে পরিত্যক্ত ভবনে তাঁকে দুই বছর রাখা হয়েছে। পরে কারাগার থেকে হাসপাতালে আনা হলেও চিকিৎসা দেওয়া হয়নি। অনেকের মধ্যেই এ প্রশ্ন এসেছে, সেদিন কি খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ের কোনো ব্যবস্থা হয়েছিল? আমরা এটা পরিষ্কার জানতে চাই।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ