নিউজ ডেস্কঃ অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের(AEBAPC) বিশেষ অনলাইন ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার ২৩ নভেম্বর মধ্য ইউরোপীয় সময় রাত ৮ টা থেকে প্রায় দুই ঘন্টা ব্যাপী আয়েবাপিসির কার্যনির্বাহী কমিটির এক বিশেষ আন্তর্জাতিক অনলাইন ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।
আয়েবাপিসির নব নির্বাচিত সভাপতি হাবিবুর রহমান হেলাল জার্মানি থেকে সভাপতিত্ব করেন এবং আয়েবাপিসির সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন ইতালি থেকে সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
বিশেষ বৈঠকের আসল উদ্দেশ্য ছিল আয়েবাপিসির প্রতিষ্ঠাতা সভাপতি এবং আজীবন সদস্য মনিরুজ্জামান মনির ইতালিতে আয়েবাপিসির নুতন রেজিস্ট্রেশন বা নিবন্ধনের সনদ নতুন কার্যকরী কমিটির সামনে উপস্থাপন করা। এক সংক্ষিপ্ত বক্তব্যে মনিরুজ্জামান মনির বলেন, আমাদের সাংবাদিকদের এই সংগঠনটি “অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব” নামে ইতালিতে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। কাজেই এই অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব এখন একটি বৈধ প্রতিষ্ঠান হিসাবে সমগ্র ইউরোপে তথা বিশ্বে স্বীকৃতি পেল।
আয়েবাপিসির প্রধান উপদেষ্টা,অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি এবং বাংলাদেশ ও অস্ট্রিয়া থেকে যৌথভাবে প্রকাশিত অনলাইন পত্রিকা “ইউরো বাংলা টাইমসের ” এডিটর ইন চিফ মাহবুবুর রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে প্রথমেই আয়েবাপিসির নতুন সংবিধান, রেজিস্ট্রেশন এবং ৪১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠিত হওয়ায় মহান আল্লাহতায়ালার নিকট শুকরিয়া আদায় করেন। তিনি প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য মনিরুজ্জামান মনিরকে আয়েবাপিসির জন্য তার অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়েবাপিসির সভাপতি এবং জার্মান বাংলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হেলাল তার সংক্ষিপ্ত বক্তব্যে আয়েবাপিসির প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য মনিরুজ্জামান মনিরকে প্রায় ছয় বছর পূর্বে আয়েবাপিসির প্রতিষ্ঠার পর থেকে আজ একটি আন্তর্জাতিক প্লাটফর্ম দাড়ঁ করানোতে তার অক্লান্ত পরিশ্রমের জন্য সংগঠনের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়েবাপিসির সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক জাকির হোসেন সুমন তার সংক্ষিপ্ত বক্তব্যে ইতালিতে নতুন কমিটির রেজিস্ট্রেশন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং তিনিও প্রতিষ্ঠাতা সভাপতি ও আয়েবাপিসির আজীবন সদস্য মনিরুজ্জামান মনিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন কমিটির সকলকে আই ডি কার্ডের জন্য তার ই-মেইলে (bdnewsitaly75@gmail.com) অথবা সভাপতির ই-মেইল( helal@hotmail.de) এক কপি ছবি সহ তিনি কোন সংবাদ মাধ্যমে কাজ করেন, ব্লাড গ্রুপ,জন্মের তারিখ ইত্যাদি পাঠাতে অনুরোধ করেন । তিনি আরও উল্লেখ করে বলেন, আয়েবাপিসির আইডি কার্ডে QR কোড বা বার কোড থাকবে যা সমগ্র বিশ্বে আয়েবাপিসির সদস্যকে একজন সাংবাদিক হিসাবে পরিচয় করিয়ে দিবে এবং যে কোন অনুমোদিত প্রেস কনফারেন্সে প্রবেশাধিকার পাবে।
নি ডে /ইবিটাইমস/এম আর