শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীরা ফাইজারের টিকা পেয়েছে- এমপি শাওন

শরীফ আল-আমীন,তজুমদ্দিন(ভোলা): ভোলা-৩ আসনের সংসতদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই আমরা অল্প সময়ের মধ্যেই উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের ফাইজারের টিকা দিতে সক্ষম হয়েছি।তার সফল রাষ্ট্র পরিচালনার মধ্যে দিয়েই আজকে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ায় বর্তমান প্রজন্ম বিদ্যুতের আলোয় পড়ালেখা করছে। আমরা একজন শিক্ষা বান্ধব একজন প্রধানমন্ত্রী পেয়েছি। যিনি একটি শিক্ষিত জাতি সৃষ্টি করার লক্ষে বার বার শিক্ষা খাতে সবোর্চ্চ বরাদ্ধ দিয়ে যাচ্ছেন। পাশাপাশি শিক্ষার্থীরা যাতে উন্নত পরিবেশে পড়ালেখা করতে পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আইসিটি ভবন, একাডেমিক ভবনসহ বিভিন্ন ভবন করে দিচ্ছেন।

সোমবার সকালে শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের ২০২১ সালে এইচএসসি পরীক্ষার্থী বিদায় অনুষ্ঠানে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে
এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীদের মাঝে ফাইজার টিকা প্রদান কার্যক্রমের উদ্ভোধন অনুষ্ঠানে এমপি শাওন এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্য তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্য শেখ হাসিনা ক্ষমতায় আসার পর খাদ্য ঘাটতির বাংলাদেশ বর্তমানে খাদ্য উদ্ধৃত্ত দেশে
পরিনত করেছে।অতি অল্প সময়ে বাংলাদেশ ডিজিটাল দেশে পরিনত হয়েছে।তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে।

পৃথক পৃথক অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ কবির সোহেল, উপজেলা আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের অধ্যক্ষ মোঃ মুঈনুদ্দীন হাওলাদার, হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল প্রমুখ ।

ভোলা/ইবিটাইমস/এম আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »