আন্তর্জাতিক ডেস্কঃ চীনের আধিপত্য ঠেকাতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা বাড়াতে কৌশলগত নিরাপত্তা চুক্তিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। তবে এর কড়া নিন্দা করেছে চীন ও ফ্রান্স।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ কর্মকর্তাদের যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্টমন্ত্রী ব্লিনকেন জানান, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতে ফ্রান্সসহ ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সহযোগিতা গুরুত্বপূর্ণ। এতে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেন। তারা জানান, চীনের আগ্রাসন রক্ষাই হবে প্রতিরক্ষা সংক্রান্ত নয়া চুক্তির মূল লক্ষ্য।
চীনের নিন্দার পর এবার ক্ষোভ প্রকাশ করেছে ফ্রান্স। পররাষ্ট্রমন্ত্রী লে দ্রিয়ান ও প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি ফ্রান্স রেডিও ইনফো-তে দেয়া সাক্ষাৎকারে বলেন, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার নিরাপত্তা বিষয়ক চুক্তি ভেঙে ত্রিদেশীয় নয়া চুক্তি করে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের মতোই আচরণ করছে প্রেসিডেন্ট জো বাইডেন।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ