স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে খেলতে নেমে প্রথমদিনটাই ভালো গেল না মেসি বিহীন বার্সেলোনার। ঘরের মাঠে পরাজয়ের স্বাদ পেল কাতালানরা।
ন্যু ক্যাম্প নিজেদের মাঠ বলে ম্যাচের শুরুতে গত বছরের সেই ৮-২ গোলের প্রতিশোধ নেবে ভেবে আশায় বুক বেঁধেছিলেন বার্সা ভক্তরা। তবে না, টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ০-৩ গোলে হার বায়ার্ন মিউনিখের কাছে।
খেলার ৩৪ মিনিটে বায়ার্নের হয়ে ০-১ গোলে দলকে এগিয়ে নেন মুলার। এরপর ৫৬ মিনিটে লেভানোডস্কি ২য় এবং ৮৫ মিনিটে ৩য় গোল করে জয় নিয়ে মাঠ ছাড়েন।
১৯৯৭-৯৮ মৌসুমের পর চ্যাম্পিয়ন্স লিগ আসরে প্রথম ম্যাচে হারল বার্সেলোনা। তবে ১৭ বছরে লিওনেল মেসিকে ছাড়া এটিই ছিল প্রথম বারের মত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সার ম্যাচ।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ