অবৈধভাবে স্লোভেনিয়ায় প্রবেশের দায়ে ১০ বাংলাদেশীকে আটক, তারা অভিবাসন প্রত্যাশী

রাকিব হাসান রাফি, স্লোভেনিয়া: মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মারিবোরে অনুপ্রবেশের দায়ে ১০ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে।

মারিবোরের স্থানীয় পুলিশ প্রশাসনের বরাত দিয়ে আজ মঙ্গলবার দ্যা স্লোভেনিয়ান টাইমস এ তথ্য জানিয়েছে। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে নিয়মিত টহল ও গাড়ি চেকিং এর সময় মারিবোরের পুলিশ প্রশাসন মেয়ে নামক স্থানে হাঙ্গেরিয়ান রেজিস্ট্রেশন প্লেটবিশিষ্ট একটি গাড়ি আটক করে। সেখান থেকে এ দশ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়। গাড়ির চালক ছিলেন ২৯ বছর বয়সী একজন মলদোভান, তাকেও পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

আটক হওয়া এ দশ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী স্লোভেনিয়ায় রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করার আকাঙ্খা প্রকাশ করেছেন। তাই বর্তমানে তাদেরকে একটি স্থানীয় অ্যাসাইলাম সেন্টারে রাখা হয়েছে।

এছাড়াও স্লোভেনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ ডোলেনিস্কা থেকেও একই দিনে অনুপ্রবেশের দায়ে এক আফগান নাগরিকসহ সাত পাকিস্তানি নাগরিককে আটক করেছে নভো মেস্টো পুলিশ। এক জর্জিয়ান দম্পতির গাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। মানবপাচারের অভিযোগে স্থানীয় পুলিশ প্রশাসন এ জর্জিয়ান দম্পতিকে গ্রেফতার করেছে এবং তাদের ব্যবহার করা গাড়িটিকে বায়োজাপ্ত করা হয়েছে।

স্লোভেনিয়াতে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস, স্লোভেনিয়ার সাথে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদারকরণের লক্ষ্যে কাজ করে। অস্ট্রিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন রাহাত বিন জামান জানিয়েছেন, “স্থানীয় গণমাধ্যমের সাহায্য আমরা স্লোভেনিয়াতে আটক হওয়া এ দশ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর বিষয়ে জানতে পেরেছি। খুব শীঘ্রই আমরা স্লোভেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের সাথে এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো ও সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।”

প্রসঙ্গত, ভৌগলিক দিক থেকে স্লোভেনিয়া পূর্ব ইউরোপ এবং পশ্চিম ইউরোপের মধ্যাকার সংযোগস্থল হিসেবে পরিচিত। তাই ইতালি, স্পেন কিংবা ফ্রান্সের মতো ইউরোপের উন্নত কোনো দেশে অনুপ্রবেশের আশায় বলকান উপদ্বীপের দেশগুলো থেকে অসংখ্য অভিবাসন প্রত্যাশী স্লোভেনিয়ায় পাড়ি জমান। তাই বর্তমানে অনিবন্ধিত অভিবাসীদের নিকট ইউরোপের উন্নত দেশগুলোতে পৌঁছানোর জন্য স্লোভেনিয়া এক জনপ্রিয় ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিচিতি পেয়েছে।

স্লোভেনিয়া/ ইবিটাইমস/ এম আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »