আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বড় ধরনের বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরপর দুই দফা শক্তিশালী বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর। আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। নারী ও শিশুদের হাসপাতালে নিয়ে ছুটেছেন প্রত্যক্ষদর্শীরা। পেন্টাগন বলছেন, বিস্ফোরণে মার্কিন নাগরিকও হতাহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার বোমা বিস্ফোরণে ঘটে কাবুল বিমানবন্দরের প্রবেশমুখে। বাইরে গোলাগুলি হয় বলে জানায় একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, আবে গেটের সামনেই বিস্ফোরণ ঘটে।
একজন তালেবান কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার এই ঘটনায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এটি আত্মঘাতী হতে পারে বলে মনে করা হচ্ছে।
বিমানবন্দরের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা তালেবান যোদ্ধারাও বিস্ফোরণে আহত হয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
এদিকে আহত অনেককেই হাসপাতালের দিকে নিতে দেখা গেছে। কারও অবস্থা গুরুতর। তালেবান সরকার জানিয়েছে, এখন পর্যন্ত ১৩ জন নিহত হয়েছেন। কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত করেনি গোষ্ঠীটি।
এ ঘটনা অবগত করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। পর্যবেক্ষণ করছেন তিনি। এদিকে, কাবুল বিমানবন্দরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আর ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলছেন, ‘পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে।
তালেবানের হাতে কাবুলের পতনের পর থেকেই আফগানিস্তান ছেড়ে যাচ্ছেন বিদেশি নাগরিক ও আফগানরা। দেশত্যাগে তারা ব্যবহার করছেন হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ
























