স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি হোম সিরিজের জন্য ১৯ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন মুশফিক, লিটন ও বিপ্লব। অন্যদিকে বাদ পড়েছেন মোহাম্মদ মিথুন।
আগামী ১ থেকে ১০ সেপ্টেম্বর মিরপুর স্টেডিয়ামে হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে হোমসিরিজে খেলা টাইগারদের ১৭ জনই আছেন কিউইদের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে। জিম্বাবুয়ে সিরিজ থেকে পারিবারিক কারণে দেশে ফেরা মুশফিক ও লিটন দাস অজিদের দেয়া জৈব সুরক্ষা বিধিনিষেধের শর্তে আটকে যান। যে কারণে খেলতে পারেননি গত সিরিজে। পিতার মৃত্যুতে স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবও খেলা থেকে বিরতি নিয়েছিলেন। এই তিনজনকে নিউজিল্যান্ডের বিপক্ষে দলভুক্ত করেছে নির্বাচকরা।
মাহমুদুল্লাহ রিয়াদের অধিনায়কত্বে দলের বাকি সদস্যরা হলেন সাকিব, সৌম্য, মোসাদ্দেক, আফিফ,নাইম শেখ, নুরুল হাসান, শামিম পাটোয়ারি, রুবেল হোসেন, মুস্তাফিজ, তাসকিন, সাইফুদ্দিন, শরিফুল, তাইজুল, শেখ মেহেদী ও নাসুম আহমেদ। শেষ দুই সিরিজে দলে থেকেও কোন ম্যাচ না খেলা টপঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুনকে জায়গা হারাতে হয়েছে কিউইদের বিপক্ষে। তবে হতাশাজনক পারফরমেন্সের পরও টিকে গেছেন সৌম্য সরকার।
আগামী ২৪ আগস্ট ঢাকায় আসবে নিউজিল্যান্ড দল।
ডেস্ক/ইবিটাইমস/আরএন