স্পোর্টস ডেস্ক: ক্লাব রেকর্ড ভেঙ্গে চুক্তিবদ্ধ হওয়া বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু বৃহস্পতিবার চেলসিতে ফিরেছেন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রেকর্ড ৯৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইন্টার থেকে লুকাকুকে দলভুক্ত করেছে চেলসি।
সিরি এ লিগে ইন্টার মিলানের শিরোপা জয়ের প্রধান অস্ত্র ছিলেন লুকাকু। কিন্তু আর্থিক অনটনের কারণে তাকে বিক্রি করতে বাধ্য হয়েছে ইতালীয় জায়ান্টরা।
চেলসির সঙ্গে ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়া লুকাকু বলেন, চমৎকার এই ক্লাবটিতে ফিরতে পারায় আমি দারুন খুশি। এটি ছিল দীর্ঘ এক পথ চলা। শিশু বয়সে আমি এখানে এসেছিলাম। তারা আমাকে অনেক কিছু শিখিয়েছে। এখন আমি অনেক অভিজ্ঞতা অর্জন করে আবার ফিরেছি।
ইতালীতে দুই বছরে ৬৪ গোল করে সানসিরোর মহানায়ক বনে গেছেন লুকাকু। ম্যানচেস্টার ইউনাইটেড, এভারটন ও ওয়েস্ট ব্রুমের হয়ে অংশ ইংলিশ প্রিমিয়ারে গোল করেছেন ১১৩টি।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ