ঢাকা প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর আদর্শকে ও ঐতিহ্যকে ধারন করে বাংলাদেশ ছাত্রলীগকে গড়ে তুলতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৪ জানুয়ারি) আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, রাজনীতিবিদের কাছে আদর্শ নিয়ে চলাটাই সবচেয়ে বড় কথা। আদর্শ নিয়ে চলতে পারলেই লক্ষ্য অর্জিত হয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ছাত্রলীগের নেতা- কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ অনুসরনের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বঙ্গবন্ধুর লেখনী, জীবন, সংগ্রামের বিষয়ে জানতে হবে ছাত্রলীগের নেতাকর্মীদের।

শেখ হাসিনা বলেন, জিয়া ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। আর বেগম জিয়া বলেছিল ছাত্রদলের হাতে আওয়ামী লীগের বিনাশ হবে। কিন্তু আমি ছাত্রলীগের হাতে তুলে দিয়েছি খাতা- কলম। সরকার শিক্ষার উপর সবচেয়ে গুরুত্ব দিচ্ছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাকে বহুমুখী করা হয়েছে, মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হয়েছে, জ্ঞানের চর্চা বাড়াতে নকুন নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করছে সরকার।
বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, যারা এক সময় বটমলেস বাস্কেট বলতো তারাও আজ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
করোনা ভাইরাস মোকাবেলার পাশাপাশি শিক্ষা, কৃষি- শিল্পায়ন ও উন্নয়ন কোন দিক যেন স্থবির হয়ে না পড়ে, সেদিকে লক্ষ্য রেখে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান শেখ হাসিনা। করোনা পরিস্থিতিতে বিশ্বব্যাপী খাদ্যাভাব, দূর্ভীক্ষের আশঙ্কার কথা মাথায় রেখে যার যতটুকু জমি আছে তাতে চাষাবাদ করার আহবান জানান তিনি।
ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে আলোচনা অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, ছাত্রলীগের বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বক্তব্য রাখেন।
ঢা. প্র/ইউবি টাইমস/আরএন/৪.০১.২১
																			





















