ইউরোপ ডেস্কঃ করোনার বিধিনিষেধ প্রত্যাহারের পর ক্রোয়েশিয়ার ZRCE নামক ঐতিহ্যবাহী উৎসবে অংশগ্রহণ করে এই পর্যন্ত ৩০০ শত অস্ট্রিয়ান করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডা.ভল্ফগাং মুকস্টাইন আজ দুপুরে অস্ট্রিয়ার জনপ্রিয় রেডিও Ö1 এর সাথে এক সাক্ষাৎকারের এ কথা জানান। এখানে একটি
বিষয় বলে রাখা দরকার,অস্ট্রিয়ায় গাড়ি ড্রাইভিংয়ের সময় প্রায় সকলেই রেডিও শুনে থাকেন নিয়মিত। তাই রেডিও গাড়ি চালকদের জন্য খুবই জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ। কেননা রেডিওতে একটূ পর পরই বিভিন্ন হাইওয়ে রাস্তার খবর প্রচার করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী মুকস্টাইন বলেন,অস্ট্রিয়া থেকে ক্রোয়েশিয়ার সেই অনুষ্ঠানে প্রায় ৮,০০০ হাজার মানুষ অংশগ্রহণ করেছিলেন। আজ শুক্রবার পর্যন্ত প্রায় ৩০০ শত জন করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের দ্বারা সংক্রামিত শনাক্ত হয়েছেন। এই সংক্রমণের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন,আমরা জানতে পেরেছি সেই অনুষ্ঠানে স্বাভাবিক কোন সাধারণ নিয়মও মানা হয় নি। যার ফলে শত শত মানুষ করোনায় সংক্রমিত হয়ে পড়েছে।
অস্ট্রিয়া তার পূর্ব ও দক্ষিণের সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় ক্রোয়েশিয়া ফেরত শত শত অবকাশ যাপনকারীদের ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হচ্ছে।
অস্ট্রিয়ার জনস্বাস্থ্যের মহাপরিচালক ক্যাথরিনা রেইচ রেডিও Ö1 দেয়া এক সাক্ষাৎকারে জনগণকে বিশেষ করে তরুণদের সতর্ক করেন। তিনি বলেন, আমি কোন উৎসব বা পার্টির বিরোধিতা করছি না। সকলেরই এটা বুঝা বা উপলব্ধি করা উচিৎ যে, বর্তমানে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের নতুন প্রাদুর্ভাব শুরু হয়েছে। অস্ট্রিয়া সহ বিভিন্ন ইউরোপীয় দেশ তাদের দেশের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে করোনার লকডাউন ও বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। তবে তার অর্থ এই নয় যে,আমরা করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে গেছি। তাই তিনি সকলকে
নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করে চলতে অনুরোধ করেছেন।
এদিকে অস্ট্রিয়ায় করোনার নতুন সংক্রমণের বিস্তারের বৃদ্ধি অব্যাহত রয়েছে। আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫১৪ জন। অস্ট্রিয়ার মত একটি ছোট সুশৃন্খল দেশে এই সংখ্যা অনেক বেশী। কেননা যেখানে দেশের শতকরা ৫০ শতাংশ মানুষ করোনার উভয় ডোজ টিকা গ্রহণ সম্পন্ন করেছেন। কাজেই সকলকে এখন পুনরায় সাবধানতার সাথে চলাফেরা করতে হবে। অনেকেই আশঙ্কা করছেন অক্টোবর অথবা নভেম্বর মাসে অস্ট্রিয়ায় পুনরায় করোনার কঠোর বিধিনিষেধ বা লকডাউন আসতে পারে।
আজ অস্ট্রিয়ায় নতুন করে ৫১৪ জন করোনায় আক্রান্ত হলেও কেহ মৃত্যুবরণ করেন নি। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৫২ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ৭৪ জন, NÖ রাজ্যে ৭০ জন, Steiermark রাজ্যে ৬২ জন, Salzburg রাজ্যে ৪৮ জন,Tirol রাজ্যে ৪১ জন Kärnten রাজ্যে ৩৭ জন, Vorarlberg রাজ্যে ২৩ জন এবং Burgenland রাজ্যে ৭ জন নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ দেশে করোনার প্রতিষেধক টিকা দেয়া হয়েছে ৪১,৯৯৬ ডোজ এবং এই পর্যন্ত মোট টিকাদান সম্পন্ন করা হয়েছে ৯৬,০০,৪৪৭ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত মোট ৪৫ লাখ ১৭ হাজার ৯০২ জন করোনার সম্পূর্ণ টিকা গ্রহণ করেছেন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৫০,৭ শতাংশ।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার মোট আক্রান্তের সংখ্যা ৬,৫৮,৫১৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৭৩৭ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৪২,৫৯৭ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৫,১৮৪ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউতে আছেন ৩৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১৯ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন।
কবির আহমেদ /ইবিটাইমস