অস্ট্রিয়ায় করোনার বিস্তার নিয়ন্ত্রণে কঠোর নজরদারি

অস্ট্রিয়ার নতুন সংক্রমণের বিস্তার রোধে পর্যটন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার স্বাস্থ্য ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অস্ট্রিয়ায় করোনার নতুন সংক্রমণ বৃদ্ধির কারণ নির্ণয় করতে সক্ষম হয়েছেন। অস্ট্রিয়ায় বর্তমান নতুন করে করোনায় সংক্রমিতদের বেশীর ভাগই তরুণ। আক্রান্তদের অধিকাংশই কোননা কোন ভাবে রাতের ক্লাব, ডিসকো ও রেস্টুরেন্টে কর্মরত বা পরিদর্শন করেছেন। তাছাড়াও যারা গ্রীষ্মের ছুটিতে বিভিন্ন দেশে ঘুরছেন, বিশেষ করে স্পেন,নেদারল্যান্ডস সাইপ্রাস, ক্রোয়েশিয়া এবং গ্রীস। এই সব দেশ থেকে অবকাশ ফেরত প্রতি তিনজনের একজন করোনায় সংক্রমিত শনাক্ত হচ্ছেন। এর ফলে ইতিমধ্যেই স্পেন, নেদারল্যান্ডস ও সাইপ্রাস থেকে আগতদের বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করেছেন অস্ট্রিয়ান সরকার।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডা.ভল্ফগাং মুকস্টাইন(Greens) পর্যটন মন্ত্রী এলিজাবেথ কস্টিংগারের (ÖVP) সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তারা দেশে করোনার বিস্তার প্রতিরোধে শক্তিশালী করোনার নিয়ন্ত্রণের জন্য গ্যাস্ট্রোনমির পাশাপাশি নাইট স্পটগুলিতেও করোনার বিধিনিষেধের নিয়ন্ত্রণ জোরদার করার পক্ষে একমত হন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় করোনার “৩ জি” এবং “২ জি” বিধি নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য পুলিশ প্রশাসনের সাথে কাজ করার ডিক্রি দিয়ে আদেশ দিয়েছেন। এটি বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য, তবে গ্যাস্ট্রো এবং নাইট গ্যাস্ট্রনোমির জন্য মূল নিয়ন্ত্রণগুলি পরিকল্পনা করা হয়েছে বলে সোমবার স্বাস্থ্যমন্ত্রী ভল্ফগ্যাং মুকস্টাইন এবং পর্যটনমন্ত্রী এলিজাবেথ কস্টিংগার এক যৌথ বিবৃতিতে একথা জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী ডা. ভল্ফগাং মুকস্টাইন বলেন,”এখানে এবং সেখানে বর্তমানে অ্যাক্সেস নিয়ন্ত্রণের অভাব রয়েছে”।এ কারণেই আমি এখন স্থানীয় কর্তৃপক্ষকে ৩-জি এবং ২-জি নিয়মের আরও নিবিড়ভাবে মনিটরিং করার জন্য নির্দেশ দিয়েছি। “ক্যাটারিং বাণিজ্যে আমাদের অধিক মনোনিবেশ করা উচিৎ যাতে এই সেক্টরে করোনার সংক্রমণ বিস্তার লাভ করতে না পারে।” আমাদের এখন লক্ষ্য যে বর্তমানে সংক্রমণ বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে পারলে আগামী শরতে আমরা সহজেই সবকিছু ভালভাবে শুরু করতে সক্ষম হব”।

অস্ট্রিয়ার পর্যটনমন্ত্রী এলিজাবেথ কস্টিংগার বলেন, “এই অঞ্চলে ক্লাস্টারগুলি বিকশিত হতে যাতে তাদের অতিথিদের ৩-জি এবং ২-জি সার্টিফিকেট পরীক্ষা করাও ক্যাটারিং সংস্থাগুলির স্বার্থে,” পর্যটনমন্ত্রী কাস্টিংগার জোর দিয়েছিলেন।  “কেবলমাত্র ৩ জি এবং ২ জি বিধি সম্মতি এবং ধারাবাহিক পর্যবেক্ষণ আমাদের সংক্রমণের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম করবে।” তিনি জনগণকে করোনার প্রতিষেধক টিকা গ্রহণের অনুরোধ করেন।

অস্ট্রিয়ায় ৩ জি (থ্রী জি 3G) বলতে নিম্নোক্ত তিনটি সনদকে বোঝায়, (১) করোনার টিকা সম্পন্ন করার সনদ, (২)করোনা পরীক্ষার নেগেটিভ সনদ এবং (৩)করোনা থেকে সুস্থ হওয়ার সনদ।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩১২ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮৬ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৫২ জন, Tirol রাজ্যে ৪৪ জন, OÖ রাজ্যে ৪২ জন, Salzburg রাজ্যে ২৬ জন, Vorarlberg রাজ্যেও ২৬ জন, Kärnten রাজ্যে ১৮ জন, Steiermark রাজ্যে ১৭ জন এবং Burgenland রাজ্যে ১ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ দেশে করোনার টিকা দেয়া হয়েছে ২৫,৪৪৯ ডোজ এবং এই পর্যন্ত করোনার মোট প্রতিষেধক টিকাদান সম্পন্ন করা হয়েছে ৯৪,০৭,৭৭৯ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন ৪৩ লক্ষ ৫৬ হাজার ৪৭২ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৪৮,৯ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৬,৫৬,৫৮২ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৭৩২ জন।করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৪১,২২২ জন। অস্ট্রিয়ায় আজ করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৪,৬২৮ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউতে আছেন ৩১ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১৭ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »