অস্ট্রিয়ায় করোনার সংক্রমণ পুনরায় বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন সরকার

রাজধানী ভিয়েনায় সুপারমার্কেট,ব্যবসা-বাণিজ্যে, সংস্কৃতিতে এবং ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পড়া বাধ্যতামূলক অব্যাহত

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ায় করোনার সংক্রমণ পুনরায় বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে সরকার। আগামীকাল বৃহস্পতিবার অস্ট্রিয়ান সরকারের নীতি নির্ধারকরা অস্ট্রিয়ার করোনার টাস্কফোর্স বিশেষজ্ঞদের সাথে বৈঠকে বসছেন দেশের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন ও পরবর্তী পদক্ষেপের জন্য। অবশ্য ইতিমধ্যেই গতকাল অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী ভল্ফগাং মুকস্টাইন অস্ট্রিয়ার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে,স্বাস্থ্যমন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে যাচ্ছে অস্ট্রিয়ার বাহির থেকে কেহ প্রবেশ করলে তাকে অবশ্যই করোনার পিসিআর পরীক্ষার সনদ প্রদর্শন করতে হবে। এই ব্যাপারে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

অস্ট্রিয়ার ফেডারেল সরকার জুলাই মাসের প্রথমদিকে জানিয়েছিলেন যে, জুলাই মাসের ২২ তারিখ থেকে অস্ট্রিয়ার দোকানপাটে আর মাস্ক পড়তে হবে না।

তারই পরিপ্রেক্ষিতে আজ ভিয়েনা সিটি হলে এক সাংবাদিক সম্মেলনে ভিয়েনার রাজ্য গভর্নর ও মেয়র মিখাইল লুডভিগ অত্যন্ত স্পষ্ট ও কঠোর ভাষায় ভিয়েনায় মাস্ক অব্যাহত বাধ্যতামূলক পড়ার ঘোষণা দিয়েছেন। ভিয়েনার মেয়র মিখাইল লুডভিগ বলেন, আগামীকাল ফেডারেল সরকার কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে জানিনা তবে ভিয়েনায় কোন অবস্থাতেই মাস্ক পড়া প্রত্যাহার করা হবে না। তিনি আরও জানান, ভিয়েনায় সুপারমার্কেট, গণপরিবহণ, বাজার, সংস্কৃতি, ধর্মীয় উপাসনালয় এবং অফিস-আদালতে নাক ও মুখের সুরক্ষার বন্ধনি মাস্ক পড়া অব্যাহত বাধ্যতামূলক থাকবে।

অস্ট্রিয়ার জনপ্রিয় অনলাইন পোর্টাল Oe24 জানিয়েছেন সরকার দেশে করোনার পরবর্তী প্রাদুর্ভাবের বিস্তার রোধে ব্যাপক পদক্ষেপ নিতে যাচ্ছে। তার মধ্যে অন্যতম হল সমগ্র অস্ট্রিয়ার ফার্মেসীতে বিনামূল্যে করোনার  পিসিআর পরীক্ষার ব্যবস্থা করা। বর্তমানে রাতের গ্যাস্ট্রোনমিতে এই ফ্রি পিসিআর পরীক্ষার ব্যবস্থা চলমান রয়েছে।

আজ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ এর সাথে এক সাক্ষাৎকার অস্ট্রিয়ান চেম্বার অফ ফার্মাসিস্টের সভাপতি উলরিক মুরশ-এডলমায়ার একথা জানান।

তিনি জানান, ইতিমধ্যেই এই ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রণালয়ের সাথে আমাদের ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, বর্তমানে ফার্মেসীতে চলমান করোনার এন্টিজেন পরীক্ষার মত সাথে সাথেই ফলাফল পাওয়া যাবে না। ফার্মেসী করোনার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠাবে এবং ফলাফল ফার্মেসীতে আসলে সনদ প্রিন্ট করে গ্রাহককে দেয়া হবে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪৩১ জন এবং আজ করোনায় আক্রান্ত হয়ে কেহ মৃত্যুবরণ করেন নি। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১০৯ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ৭৯ জন, Salzburg রাজ্যে ৬৭ জন,NÖ রাজ্যে ৪৭ জন, Steiermark রাজ্যে ৩৩ জন, Tirol রাজ্যেও ৩৩ জন, Vorarlberg রাজ্যে ৩১ জন, Kärnten রাজ্যে ২৬ জন এবং Burgenland রাজ্যে ৬ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক টিকাদান সম্পন্ন করা হয়েছে ৪৪,৫৫৭ ডোজ এবং এই পর্যন্ত মোট করোনার প্রতিষেধক টিকাদান সম্পন্ন করা হয়েছে ৯১ লক্ষ ২০ হাজার ২৭৬ ডোজ। অস্ট্রিয়া এই পর্যন্ত মোট ৪১ লক্ষ ২২ হাজার ৬৮৯ জন করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন। যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৪৬,২ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৫৪,৭৪৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৭২৯ জন।

করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৪০,০১৮ জন। অস্ট্রিয়ায় বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩,৯৯৮ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৩১ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১১ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »