ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জন্মদিনে সৌরভের বাড়িতে মমতা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলীর ৪৯তম জন্মদিন ছিল ৮ জুলাই। বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানাতে বেহালার বাড়িতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার বিকেলে মমতা সৌরভের বাড়িতে যান। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। এ সময় সৌরভ গাঙ্গুলিও ধন্যবাদ দেন মুখ্যমন্ত্রীকে।

প্রতিবছরই জন্মদিনে সৌরভকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। বাড়িতে ফুল-মিষ্টিও পাঠান।

বৃহস্পতিবার ৪৯তম জন্মবার্ষিকী ছিল সৌরভের। তাই সকাল থেকে তাঁর বাড়ির সামনে ছিল ভক্তদের ভিড়। অনেকেই এসেছিলেন দূরদূরান্ত থেকে। দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন তাঁরা।

প্রত্যেকেই একবার সামনে থেকে প্রিয় দাদাকে দেখার জন্য উদগ্রীব ছিলেন। সেই আশা পূর্ণ হয় বেলা সাড়ে ১২টায়। নিজের বাড়ি থেকে বেরিয়ে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন সৌরভ।

পরে সৌরভ সংবাদমাধ্যমের সামনে হাজির হয়ে বলেন, ‘আরও একটা বছর পার করলাম। খুব ভাল আছি। কোভিড এখনও পুরোপুরি ঠিক হয়নি। সবাইকে এখনও সাবধানে থাকতে হবে।’

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জন্মদিনে সৌরভের বাড়িতে মমতা

আপডেটের সময় ০৩:০৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলীর ৪৯তম জন্মদিন ছিল ৮ জুলাই। বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানাতে বেহালার বাড়িতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার বিকেলে মমতা সৌরভের বাড়িতে যান। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। এ সময় সৌরভ গাঙ্গুলিও ধন্যবাদ দেন মুখ্যমন্ত্রীকে।

প্রতিবছরই জন্মদিনে সৌরভকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। বাড়িতে ফুল-মিষ্টিও পাঠান।

বৃহস্পতিবার ৪৯তম জন্মবার্ষিকী ছিল সৌরভের। তাই সকাল থেকে তাঁর বাড়ির সামনে ছিল ভক্তদের ভিড়। অনেকেই এসেছিলেন দূরদূরান্ত থেকে। দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন তাঁরা।

প্রত্যেকেই একবার সামনে থেকে প্রিয় দাদাকে দেখার জন্য উদগ্রীব ছিলেন। সেই আশা পূর্ণ হয় বেলা সাড়ে ১২টায়। নিজের বাড়ি থেকে বেরিয়ে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন সৌরভ।

পরে সৌরভ সংবাদমাধ্যমের সামনে হাজির হয়ে বলেন, ‘আরও একটা বছর পার করলাম। খুব ভাল আছি। কোভিড এখনও পুরোপুরি ঠিক হয়নি। সবাইকে এখনও সাবধানে থাকতে হবে।’

ঢাকা/ইবিটাইমস/এমএইচ