ইউরো কাপের সেমিফাইনালে মুখোমুখি ইউরোপীয় ফুটবলের দুই শক্তিধর দল ইতালি ও স্পেন

আজ অস্ট্রিয়ার সময় রাত ৯ টায় “ইউরো ২০২০” এর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে

স্পোর্টস ডেস্কঃ উয়েফা (UEFA) কর্তৃপক্ষের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আজ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ইউরো ফুটবলের ঐতিহ্যবাহী দুই দেশ ইতালি ও স্পেন। ইতালি এই পর্যন্ত বিশ্বকাপ জয় করেছে চারবার। আর স্পেন এই পর্যন্ত ইউরো কাপের শিরোপা লাভ করেছে ৩ বার।

ইউরো চ্যাম্পিয়নশিপ জয় থেকে আর মাত্র দুটি ধাপ দূরে আছে এখন পর্যন্ত টিকে থাকা চার দল। স্বপ্নের ফাইনালে ওঠার লক্ষ্যে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে লড়বে দুই হেভিওয়েট ও শিরোপার অন্যতম দাবীদার ইতালি-স্পেন।

গ্রুপ পর্ব থেকে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচে কতৃত্ব দেখিয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইতালি। তারপর নকআউট রাউন্ডে অবশ্য অস্ট্রিয়া ইতালিকে প্রায় আটকে দিয়েছিল। ইতালি ও অস্ট্রিয়ার নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে শেষ হয়। পরে জয়-পরাজয় নির্ধারণের জন্য আরও ৩০ মিনিট খেলা বাড়িয়ে দিলে ইতালি অস্ট্রিয়াকে ২-১ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। তারপর কোয়ার্টার ফাইনালে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট বেলজিয়ামকে হারিয়ে সেমিতে আসে ইতালিয়ানরা। আর আজ জিতলেই নিশ্চিত হয়ে যাবে ফাইনালের টিকেট।

ইতালি যেমন উড়ন্ত গতিতে সেমি পর্যন্ত এসেছে; স্পেনের যাত্রা ঠিক উলটোভাবে। বলা যায় ধুঁকতে ধুঁকতে পার করে গ্রুপ পর্বের বৈতরণী। শেষ ষোলোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর শেষ আটে সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে ভাগ্যের খেলায় জিতে সেমিতে। কচ্ছপ গতিতে এগোতে থাকা স্পেনার সামনে আজ দুরন্ত ইতালি।

এখন পর্যন্ত ৩৪ ম্যাচে মুখোমুখি দেখায় জয়ের পাল্লা ভারি স্পেনের। ১২টি ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশরা আর ইতালির জয় ৯টি ম্যাচে। ১৩টি ম্যাচের ফল নিস্পত্তি হয়েছে ড্র-তে। সর্বশেষ ২০১৭ সালে স্পেন জিতেছে ৩-০ গোলে; আজ থাকছে ইতালির সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ।

ইতালি সম্ভাব্য একাদশ: ডোনারুম্মা, ডি লরেঞ্জো, বনুচ্চি, চিয়েলিনি, এমারসন, বেরেলা, জোর্গিনহো, ভেরট্টি, চিয়েজা, ইমোবাইল ও ইনসিগেন।

স্পেন সম্ভাব্য একাদশ: উনাই সিমন, অ্যাজপিলিকুয়েটা, গার্সিয়া, ল্যাপার্ট, আলবা, কোকে, বুস্কেটস, পেদ্রি, মোরাতা, ও ওলমো।

কবির আহমেদ/ ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »