ভিয়েনা ০৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ভারতীয় বিভিন্ন প্রসাধনী পণ্য সহ দুইজন আটক রোববার থেকে অস্ট্রিয়াসহ ইউরোপের অনেক দেশে শীতলকালীন সময় পরিবর্তন ফিলিস্তিনের পশ্চিম তীরে ‘ইসরাইলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেয়ার নিন্দা বাংলাদেশের যমুনা রেল সেতুর পিলারে ফাটল! ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র পূর্ণাঙ্গ কমিটি গঠন ভিয়েনায় বৈরী আবহাওয়ার সতর্কতা অনিয়মিত অভিবাসন রোধে মিশরের সাথে সহযোগিতা বৃদ্ধি করবে ইইউ তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবিতে শিশুসহ ৪০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু চরফ্যাশনে যুবদল সম্পাদকের উদ্যোগে খাবার ও বস্ত্র বিতরণ উত্তর কোরিয়ার নতুন প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা

ইউরো কাপের সেমিফাইনালে মুখোমুখি ইউরোপীয় ফুটবলের দুই শক্তিধর দল ইতালি ও স্পেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
  • ২৪ সময় দেখুন

আজ অস্ট্রিয়ার সময় রাত ৯ টায় “ইউরো ২০২০” এর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে

স্পোর্টস ডেস্কঃ উয়েফা (UEFA) কর্তৃপক্ষের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আজ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ইউরো ফুটবলের ঐতিহ্যবাহী দুই দেশ ইতালি ও স্পেন। ইতালি এই পর্যন্ত বিশ্বকাপ জয় করেছে চারবার। আর স্পেন এই পর্যন্ত ইউরো কাপের শিরোপা লাভ করেছে ৩ বার।

ইউরো চ্যাম্পিয়নশিপ জয় থেকে আর মাত্র দুটি ধাপ দূরে আছে এখন পর্যন্ত টিকে থাকা চার দল। স্বপ্নের ফাইনালে ওঠার লক্ষ্যে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে লড়বে দুই হেভিওয়েট ও শিরোপার অন্যতম দাবীদার ইতালি-স্পেন।

গ্রুপ পর্ব থেকে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচে কতৃত্ব দেখিয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইতালি। তারপর নকআউট রাউন্ডে অবশ্য অস্ট্রিয়া ইতালিকে প্রায় আটকে দিয়েছিল। ইতালি ও অস্ট্রিয়ার নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে শেষ হয়। পরে জয়-পরাজয় নির্ধারণের জন্য আরও ৩০ মিনিট খেলা বাড়িয়ে দিলে ইতালি অস্ট্রিয়াকে ২-১ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। তারপর কোয়ার্টার ফাইনালে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট বেলজিয়ামকে হারিয়ে সেমিতে আসে ইতালিয়ানরা। আর আজ জিতলেই নিশ্চিত হয়ে যাবে ফাইনালের টিকেট।

ইতালি যেমন উড়ন্ত গতিতে সেমি পর্যন্ত এসেছে; স্পেনের যাত্রা ঠিক উলটোভাবে। বলা যায় ধুঁকতে ধুঁকতে পার করে গ্রুপ পর্বের বৈতরণী। শেষ ষোলোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর শেষ আটে সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে ভাগ্যের খেলায় জিতে সেমিতে। কচ্ছপ গতিতে এগোতে থাকা স্পেনার সামনে আজ দুরন্ত ইতালি।

এখন পর্যন্ত ৩৪ ম্যাচে মুখোমুখি দেখায় জয়ের পাল্লা ভারি স্পেনের। ১২টি ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশরা আর ইতালির জয় ৯টি ম্যাচে। ১৩টি ম্যাচের ফল নিস্পত্তি হয়েছে ড্র-তে। সর্বশেষ ২০১৭ সালে স্পেন জিতেছে ৩-০ গোলে; আজ থাকছে ইতালির সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ।

ইতালি সম্ভাব্য একাদশ: ডোনারুম্মা, ডি লরেঞ্জো, বনুচ্চি, চিয়েলিনি, এমারসন, বেরেলা, জোর্গিনহো, ভেরট্টি, চিয়েজা, ইমোবাইল ও ইনসিগেন।

স্পেন সম্ভাব্য একাদশ: উনাই সিমন, অ্যাজপিলিকুয়েটা, গার্সিয়া, ল্যাপার্ট, আলবা, কোকে, বুস্কেটস, পেদ্রি, মোরাতা, ও ওলমো।

কবির আহমেদ/ ইবিটাইমস

জনপ্রিয়

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ভারতীয় বিভিন্ন প্রসাধনী পণ্য সহ দুইজন আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউরো কাপের সেমিফাইনালে মুখোমুখি ইউরোপীয় ফুটবলের দুই শক্তিধর দল ইতালি ও স্পেন

আপডেটের সময় ০৭:৩৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১

আজ অস্ট্রিয়ার সময় রাত ৯ টায় “ইউরো ২০২০” এর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে

স্পোর্টস ডেস্কঃ উয়েফা (UEFA) কর্তৃপক্ষের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আজ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ইউরো ফুটবলের ঐতিহ্যবাহী দুই দেশ ইতালি ও স্পেন। ইতালি এই পর্যন্ত বিশ্বকাপ জয় করেছে চারবার। আর স্পেন এই পর্যন্ত ইউরো কাপের শিরোপা লাভ করেছে ৩ বার।

ইউরো চ্যাম্পিয়নশিপ জয় থেকে আর মাত্র দুটি ধাপ দূরে আছে এখন পর্যন্ত টিকে থাকা চার দল। স্বপ্নের ফাইনালে ওঠার লক্ষ্যে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে লড়বে দুই হেভিওয়েট ও শিরোপার অন্যতম দাবীদার ইতালি-স্পেন।

গ্রুপ পর্ব থেকে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচে কতৃত্ব দেখিয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইতালি। তারপর নকআউট রাউন্ডে অবশ্য অস্ট্রিয়া ইতালিকে প্রায় আটকে দিয়েছিল। ইতালি ও অস্ট্রিয়ার নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে শেষ হয়। পরে জয়-পরাজয় নির্ধারণের জন্য আরও ৩০ মিনিট খেলা বাড়িয়ে দিলে ইতালি অস্ট্রিয়াকে ২-১ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। তারপর কোয়ার্টার ফাইনালে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট বেলজিয়ামকে হারিয়ে সেমিতে আসে ইতালিয়ানরা। আর আজ জিতলেই নিশ্চিত হয়ে যাবে ফাইনালের টিকেট।

ইতালি যেমন উড়ন্ত গতিতে সেমি পর্যন্ত এসেছে; স্পেনের যাত্রা ঠিক উলটোভাবে। বলা যায় ধুঁকতে ধুঁকতে পার করে গ্রুপ পর্বের বৈতরণী। শেষ ষোলোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর শেষ আটে সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে ভাগ্যের খেলায় জিতে সেমিতে। কচ্ছপ গতিতে এগোতে থাকা স্পেনার সামনে আজ দুরন্ত ইতালি।

এখন পর্যন্ত ৩৪ ম্যাচে মুখোমুখি দেখায় জয়ের পাল্লা ভারি স্পেনের। ১২টি ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশরা আর ইতালির জয় ৯টি ম্যাচে। ১৩টি ম্যাচের ফল নিস্পত্তি হয়েছে ড্র-তে। সর্বশেষ ২০১৭ সালে স্পেন জিতেছে ৩-০ গোলে; আজ থাকছে ইতালির সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ।

ইতালি সম্ভাব্য একাদশ: ডোনারুম্মা, ডি লরেঞ্জো, বনুচ্চি, চিয়েলিনি, এমারসন, বেরেলা, জোর্গিনহো, ভেরট্টি, চিয়েজা, ইমোবাইল ও ইনসিগেন।

স্পেন সম্ভাব্য একাদশ: উনাই সিমন, অ্যাজপিলিকুয়েটা, গার্সিয়া, ল্যাপার্ট, আলবা, কোকে, বুস্কেটস, পেদ্রি, মোরাতা, ও ওলমো।

কবির আহমেদ/ ইবিটাইমস