পেরুকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: রিও দে জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৫টায় অনুষ্ঠিত ম্যাচে পেরুর বিপক্ষে ১-০ গোলে জিতেছে ব্রাজিল। দলের হয়ে একমাত্র ব্যবধান গড়া গোলটি ম্যাচের প্রথমার্ধে করেছেন লুকাস পাকুয়েতা।

ঘরের মাঠে এই নিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল। গেল আসরেও চ্যাম্পিয়ন হয়েছে লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী দলটি।

শেষ চারের লড়াইয়ে পেরুর বিপক্ষে ম্যাচটি যতটা সহজ হবে মনে হয়েছিল, ততটা সহজে জিততে পারেনি ব্রাজিল। পেরুর রক্ষণ ভাঙতে বেশ লড়াই করতে হয়েছে নেইমারদের। লুকাস পাকুয়েতার একমাত্র গোলে পেরুকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

গোল পেতে ব্রাজিলকে অপেক্ষা করতে হয়েছে ৩৫ মিনিট পর্যন্ত। প্রতিপক্ষের ডি বক্সের বাঁ দিক থেকে পাকুয়েতাকে বল বাড়িয়ে দেন পিএসজি তারকা নেইমার। ছোট ডি বক্সের সামনে থাকা পাকুয়েতা সুযোগ মিস করেননি। হালকা করে ঠেকে দিয়ে ব্রাজিলকে এগিয়ে নেন পাকুয়েতা।

প্রথমার্ধের শেষ দিকে আরো কয়েকটি সুযোগ সৃষ্টি করে ব্রাজিল। কিন্তু পেরুর রক্ষণ ভাঙতে পারেনি।

বিরতি থেকে ফিরে ঘুছিয়ে খেলতে শুরু করে পেরু। কিন্তু গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি দলটি।

খেলার ৭৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ পান নেইমার। ফাউলের করে ব্রাজিলকে ফ্রি কিক উপহার দেন কলেন্স। কিন্তু ফ্রি কিক পাওয়ার সুবিধা কাজে লাগাতে পারেননি নেইমার।

৮১ মিনিটে সমতায় ফেরার বড় সুযোগ পায় পেরু। ইয়োতুনের ফ্রি কিকে লাফিয়ে হেড করেন আলেকসান্দার কায়েন্স। কিন্তু বল চলে যায় পোস্টের বাইরে্ ফলে ওই যাত্রায় বেঁচে যায় ব্রাজিল।

এরপর নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি কোনো দল। ফলে এক গোলের জয় নিয়েই ফাইনালে পৌছে যায় ব্রাজিল।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »