স্পোর্টস ডেস্কঃ “উয়েফা ইউরো ২০২০” এখন শেষের দিকে। কোয়ার্টার ফাইনালের পর আগামীকাল মঙ্গলবার ৬ জুলাই ও বুধবার ৭ জুলাই সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। তারপর তিনদিন বিরতির পর রবিবার ১১ জুলাই রাত ৯ টায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামেই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
আগামীকাল ৬ জুলাই মঙ্গলবার ইউরো কাপের প্রথম সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করবে রেকর্ড বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি সবচেয়ে বেশী ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে।
আর ৭ জুলাই বুধবার ফুটবল আবিষ্কারের দেশ স্বাগতিক ইংল্যান্ড খেলবে এই ইউরো কাপের নাটকীয় দল ডেনমার্কের সাথে।
এখানে উল্লেখ্য যে,বৈশ্বিক মহামারী করোনার জন্য “ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপ ২০২০” খেলাটি এক বছর পিছিয়ে এখন ২০২১ সালে অনুষ্ঠিত হচ্ছে। তাই উয়েফার কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক খেলা ২০২১ সালে অনুষ্ঠিত হলেও সরকারীভাবে এটি “উয়েফা ইউরো ২০২০” হিসাবেই নিবন্ধন থাকবে।
Tuesday 6 July
SF1: Italy vs Spain (21:00, London)
Wednesday 7 July
SF2: England vs Dänemark (21:00, London)
Rest days on 8, 9, 10 July
Final:
Sunday 11 July
Winner SF1 vs Winner SF2 (21:00, London)
কবির আহমেদ/ ইবিটাইমস