ভিয়েনা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম বারের মতো ঝালকাঠিতে রেচিং কবুতরের প্রতিযোগীতা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
  • ৩৫ সময় দেখুন

বাধন রায়,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে নতুন বছরের প্রথম দিন প্রথম বারের মতো ঝালকাঠি রেচিং প্রিজন এন্ড ফ্রেন্সিয়ার ক্লাব ৭১ কি: মি: আকাশ পথে কবুতরের প্রতিযোগীতা শুরু করছে।

শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট থেকে ঝালকাঠি ঝালকাঠি রেচিং প্রিজন এন্ড ফ্রেন্সিয়ার ক্লাবের ১০জন সদস্যের ৬০টি কবুতর এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। সকাল ৯টায় টেকের হাট এলাকার একটি নিদৃষ্ট স্থান থেকে কবুতরগুলো ছেড়ে দেয়া হবে। যে কবুতর গুলো প্রথম মালিকের বাসায় আসবে ক্রমানুসারে ৩জনকে বিজয়ী হিসেবে পুরুস্কার প্রদান করা হবে।

ঝালকাঠির ঝালকাঠি রেচিং প্রিজন এন্ড ফ্রেন্সিয়ার ক্লাব এই প্রতিযোগীতা আয়োজন করেছে। বর্তমানে এই ক্লাবের ৪৯ জন সদস্য রয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক জিয়া জানান কবুতরের মস্তিস্কে একটি ম্যাগনেটিক ফিল থাকায় তার সাহায্যে এই জাতীয় রেচিং কবুতর যত দূরেই থাক সে থাক সে তার বাসা খুঁেজ নিতে পারে। এই জাতীয় কবুতর সর্ব নিম্ন আকাশ পথে ৬০কি.মি. গতিতে উরতে পারে। এই জাতের একটি কবুতরের সর্ব নিম্ন দাম ১৫ হাজার টাকা থেকে ১ কোটি টাকা মূল্যের কবুতর রয়েছে।

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রথম বারের মতো ঝালকাঠিতে রেচিং কবুতরের প্রতিযোগীতা

আপডেটের সময় ০৬:৫৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০

বাধন রায়,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে নতুন বছরের প্রথম দিন প্রথম বারের মতো ঝালকাঠি রেচিং প্রিজন এন্ড ফ্রেন্সিয়ার ক্লাব ৭১ কি: মি: আকাশ পথে কবুতরের প্রতিযোগীতা শুরু করছে।

শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট থেকে ঝালকাঠি ঝালকাঠি রেচিং প্রিজন এন্ড ফ্রেন্সিয়ার ক্লাবের ১০জন সদস্যের ৬০টি কবুতর এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। সকাল ৯টায় টেকের হাট এলাকার একটি নিদৃষ্ট স্থান থেকে কবুতরগুলো ছেড়ে দেয়া হবে। যে কবুতর গুলো প্রথম মালিকের বাসায় আসবে ক্রমানুসারে ৩জনকে বিজয়ী হিসেবে পুরুস্কার প্রদান করা হবে।

ঝালকাঠির ঝালকাঠি রেচিং প্রিজন এন্ড ফ্রেন্সিয়ার ক্লাব এই প্রতিযোগীতা আয়োজন করেছে। বর্তমানে এই ক্লাবের ৪৯ জন সদস্য রয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক জিয়া জানান কবুতরের মস্তিস্কে একটি ম্যাগনেটিক ফিল থাকায় তার সাহায্যে এই জাতীয় রেচিং কবুতর যত দূরেই থাক সে থাক সে তার বাসা খুঁেজ নিতে পারে। এই জাতীয় কবুতর সর্ব নিম্ন আকাশ পথে ৬০কি.মি. গতিতে উরতে পারে। এই জাতের একটি কবুতরের সর্ব নিম্ন দাম ১৫ হাজার টাকা থেকে ১ কোটি টাকা মূল্যের কবুতর রয়েছে।