মুন্সিগঞ্জঃ সরকারঘোষিত কঠোর বিধি-নিষেধের প্রথম দিনে, বৃহস্পতিবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের প্রবেশমুখে দুটি চেকপোস্টে কাজ করছে পুলিশ ও বিজিবি। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘাটে যেতে দেয়া হচ্ছে না। এর ফলে বৃহস্পতিবার সকাল থেকে একেবারেই যাত্রীশূন্য অবস্থায় রয়েছে শিমুলিয়া ঘাট। তবে পণ্যবাহী পরিবহন পারাপারে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি সচল রয়েছে বলে জানিয়েছে, বাংলাদেশ অভ্যন্তরিণ নৌপরিবহন করপোরেশন-বিআইডব্লিউটিসি।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে ১৫টি ফেরি চলাচল করছে। এসব ফেরি দিয়ে শুধুমাত্র পণ্যবাহী ট্রাক, জরুরি পরিবহণ ও অ্যাম্বুলেন্স পার করা হচ্ছে। সকাল থেকে ঘাটে যাত্রীদের উপস্থিতি নেই বললেই চলে।
এদিকে, আরিচা-দৌলতদিয়া ফেরিঘাটের চিত্রও একইরকম। অন্যান্য দিনের মতো নেই যাত্রীদের ভীড়। ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। চলমান আছে পন্যবহনকারি, জরুরী সেবার যানবাহন পারাপার।
ঢাকা ডেস্ক/ইবিটাইমন/আরএন