ভিয়েনা ০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শহীদ জিয়াউর রহমান প্রথম সংস্কার শুরু করেছিলেন : নয়ন টাঙ্গাইলে দালাল চক্রের ৩ সদস্যকে কারাদণ্ড টাঙ্গাইলে মনোনয়নের দাবিতে জনসংযোগে বিএনপি নেতা ফরহাদ ইকবাল ড্রোন হামলায় রাশিয়ার ভলগোগ্রাদে একজন নিহত মিশরের সীমান্ত এলাকা বন্ধ ঘোষণা করলো ইসরাইল ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৯ম দিনের শুনানি চলছে লালমোহনে ৭’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুসলিম হওয়া সত্ত্বেও বিপুল সংখ্যক ইহুদি ভোটাররা মামদানিকে ভোট দিয়েছেন অভিযুক্ত ১৫ শীর্ষ সেনা কর্মকর্তার চাকরিচ্যুতির বিষয়ে যা জানালো সেনা সদর

ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য ১ জুলাই থেকে ভিয়েনায় ব্যাপক শিথিলতায় মেয়রের উদ্বেগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
  • ১৭ সময় দেখুন

আগামীকাল ভিয়েনার সিটি হলে রাজ্যের নীতি নির্ধারকদের সাথে বৈঠকে বসবেন মেয়র মিখাইল লুডভিগ

ইউরোপ ডেস্কঃ ভিয়েনার রাজ্য গভর্নর ও মেয়র মিখাইল লুডভিগ (SPÖ) আজ ভিয়েনার সিটি হলে অস্ট্রিয়া সংবাদ সংস্থা এপিএ এর প্রতিনিধির সাথে এক সাক্ষাৎকার আগামী ১ জুলাই থেকে অস্ট্রিয়ায় করোনার প্রায় সকল বিধিনিষেধ প্রত্যাহারে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন,রাজধানী ভিয়েনায় সমগ্র দেশের মত অধিকাংশ বিধিনিষেধ প্রত্যাহার করলেও কোন কোন বিষয়ে প্রতীকী বিধিনিষেধ অব্যাহত থাকার সম্ভাবনা আছে।

অবশ্য তিনি জানান,আগামীকাল রাজ্যের বিশেষজ্ঞদের সাথে আলোচনার পরে এবং বর্তমান নিয়ন্ত্রণটি পরীক্ষা করার পরে কেবল বিশদ সম্পর্কে সিদ্ধান্ত নিতে চান।

আগামীকাল বুধবার ভিয়েনার সিটি হলে মেয়রের সাথে বিশেষজ্ঞ প্যানেলটির বৈঠক হবে। তবে স্পষ্টতই, এটি অনুমান করা যায় না যে ভিয়েনা বৈঠকের পরে খোলার অংশগুলি ফিরিয়ে নেবে।  “ভিয়েনার পক্ষে সম্পূর্ণ পৃথক পথ গ্রহণ করা কঠিন হবে।”  কারণ পুরো দেশের জনগোষ্ঠী একটি সাধারণ গ্রীষ্মকালীন ছুটির প্রস্তুতি নিচ্ছে। যাইহোক, তিনি গত বছরের মতো ভুলগুলি এড়াতে চান – যখন গত গ্রীষ্মের ভুলের জন্য শরৎকালে অস্ট্রিয়ায় করোনার নতুন প্রাদুর্ভাব চেপে বসেছিল।

মেয়র মিখাইল লুডভিগ বর্তমানে পুনরায় অস্ট্রিয়া সহ ইউরোপে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার লাভে উদ্বেগ প্রকাশ করে বলেন,এই ডেল্টা ইতিমধ্যেই পুনরায় বিশ্বের জন্য এক নতুন হুমকি হয়ে আবির্ভূত হয়েছে। তাই তিনি অস্ট্রিয়ায় বিশেষ করে লাখ লাখ লোকের আবাসস্থল ভিয়েনায় সকলকে অত্যন্ত সতর্কতার সাথে চলাফেরার পরামর্শ দিয়েছেন।

মিখাইল লুডভিগ বলেন, বৃটেন ও ইসরাইলে এখন পুনরায় নতুন ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের সাথে সাথে আবার কিছু বিধিনিষেধ ফিরে এসেছে।

আজ অস্ট্রিয়ায় করোনায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৯ জন এবং করোনায় কেহ মৃত্যুবরণ করেন নি। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৫ জন, NÖ রাজ্যে ১৮ জন, Burgenland রাজ্যে ৭ জন, Steiermark রাজ্যেও ৭ জন, OÖ রাজ্যে ৬ জন, Tirol রাজ্যে ৫ জন, Vorarlberg রাজ্যে ৪ জন, Salzburg রাজ্যে ৮ জন এবং Kärnten রাজ্যে ৩৫ জন। স্বাস্থ্যমন্ত্রণালয়ের ডাটা ক্লিনিংয়ের জন্য প্লাস ও মাইনাস করে অস্ট্রিয়া মোট শনাক্ত হয়েছেন ২৯ জন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ দেশে করোনার ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ৫৮,৫১৬ ডোজ এবং এই পর্যন্ত করোনার প্রতিষেধক মোট ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ৭৫,৩৭,৭৭১ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৫০,৩৫৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৭০০ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩৭,৬১৩ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২,০৪০ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৫৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৮৫ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবিটাইমস

Tag :
জনপ্রিয়

শহীদ জিয়াউর রহমান প্রথম সংস্কার শুরু করেছিলেন : নয়ন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য ১ জুলাই থেকে ভিয়েনায় ব্যাপক শিথিলতায় মেয়রের উদ্বেগ

আপডেটের সময় ০৬:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১

আগামীকাল ভিয়েনার সিটি হলে রাজ্যের নীতি নির্ধারকদের সাথে বৈঠকে বসবেন মেয়র মিখাইল লুডভিগ

ইউরোপ ডেস্কঃ ভিয়েনার রাজ্য গভর্নর ও মেয়র মিখাইল লুডভিগ (SPÖ) আজ ভিয়েনার সিটি হলে অস্ট্রিয়া সংবাদ সংস্থা এপিএ এর প্রতিনিধির সাথে এক সাক্ষাৎকার আগামী ১ জুলাই থেকে অস্ট্রিয়ায় করোনার প্রায় সকল বিধিনিষেধ প্রত্যাহারে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন,রাজধানী ভিয়েনায় সমগ্র দেশের মত অধিকাংশ বিধিনিষেধ প্রত্যাহার করলেও কোন কোন বিষয়ে প্রতীকী বিধিনিষেধ অব্যাহত থাকার সম্ভাবনা আছে।

অবশ্য তিনি জানান,আগামীকাল রাজ্যের বিশেষজ্ঞদের সাথে আলোচনার পরে এবং বর্তমান নিয়ন্ত্রণটি পরীক্ষা করার পরে কেবল বিশদ সম্পর্কে সিদ্ধান্ত নিতে চান।

আগামীকাল বুধবার ভিয়েনার সিটি হলে মেয়রের সাথে বিশেষজ্ঞ প্যানেলটির বৈঠক হবে। তবে স্পষ্টতই, এটি অনুমান করা যায় না যে ভিয়েনা বৈঠকের পরে খোলার অংশগুলি ফিরিয়ে নেবে।  “ভিয়েনার পক্ষে সম্পূর্ণ পৃথক পথ গ্রহণ করা কঠিন হবে।”  কারণ পুরো দেশের জনগোষ্ঠী একটি সাধারণ গ্রীষ্মকালীন ছুটির প্রস্তুতি নিচ্ছে। যাইহোক, তিনি গত বছরের মতো ভুলগুলি এড়াতে চান – যখন গত গ্রীষ্মের ভুলের জন্য শরৎকালে অস্ট্রিয়ায় করোনার নতুন প্রাদুর্ভাব চেপে বসেছিল।

মেয়র মিখাইল লুডভিগ বর্তমানে পুনরায় অস্ট্রিয়া সহ ইউরোপে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার লাভে উদ্বেগ প্রকাশ করে বলেন,এই ডেল্টা ইতিমধ্যেই পুনরায় বিশ্বের জন্য এক নতুন হুমকি হয়ে আবির্ভূত হয়েছে। তাই তিনি অস্ট্রিয়ায় বিশেষ করে লাখ লাখ লোকের আবাসস্থল ভিয়েনায় সকলকে অত্যন্ত সতর্কতার সাথে চলাফেরার পরামর্শ দিয়েছেন।

মিখাইল লুডভিগ বলেন, বৃটেন ও ইসরাইলে এখন পুনরায় নতুন ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের সাথে সাথে আবার কিছু বিধিনিষেধ ফিরে এসেছে।

আজ অস্ট্রিয়ায় করোনায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৯ জন এবং করোনায় কেহ মৃত্যুবরণ করেন নি। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৫ জন, NÖ রাজ্যে ১৮ জন, Burgenland রাজ্যে ৭ জন, Steiermark রাজ্যেও ৭ জন, OÖ রাজ্যে ৬ জন, Tirol রাজ্যে ৫ জন, Vorarlberg রাজ্যে ৪ জন, Salzburg রাজ্যে ৮ জন এবং Kärnten রাজ্যে ৩৫ জন। স্বাস্থ্যমন্ত্রণালয়ের ডাটা ক্লিনিংয়ের জন্য প্লাস ও মাইনাস করে অস্ট্রিয়া মোট শনাক্ত হয়েছেন ২৯ জন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ দেশে করোনার ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ৫৮,৫১৬ ডোজ এবং এই পর্যন্ত করোনার প্রতিষেধক মোট ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ৭৫,৩৭,৭৭১ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৫০,৩৫৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৭০০ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩৭,৬১৩ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২,০৪০ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৫৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৮৫ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবিটাইমস