ভিয়েনা ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যেই শৈলকূপায় আনসার-ভিডিপি সদস্যদের মতবিনিময়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • ১০ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ দেশে যখন করোনার ভয়াবহ ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে, তখন ঝিনাইদহের শৈলকুপায় কয়েকশ আনসার-ভিডিপি সদস্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহে সরকারের বিধি-নিষেধ উপেক্ষা করেই হয়েছে এ মতবিনিময়।

উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার ্কাএ মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন গ্রাম হতে আনসার-ভিডিপি সদস্যরা সভায় অংশ নেন। এই মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলার আনসার-ভিডিপি কর্মকর্তাগন অতিথী হিসাবে উপস্থিত ছিলেন।

সরকারের নিষেধাজ্ঞা চলাকালীন আইন-শৃঙ্খলার সাথে জড়িত একটি বাহিনীর এমন অনুষ্ঠান নিয়ে চলছে ব্যাপক সমলোচনা। এ প্রসঙ্গে ঝিনাইদহের জেলা প্রশাসক মো: মজিবর রহমান জানান, এ মুহুর্তে সবাবেশটি না করাই উচিৎ ছিল, তবে এ বিষয়ে আমি খোঁজ খবর নিচ্ছি।

এদিকে, শৈলকুপা উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আসিফ ইকবাল বলছেন, যদিও দেশের পরিস্থিতি ভাল না কিন্তু পূর্ব নির্ধারিত সময়সূচী থাকায় এই মতবিনিময় সভা করা হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে, সর্বোচ্চ সতর্কতা ও স্যানিটাইজড করে সবাই মতবিনিময় সভায় এসেছে।

শেখ ইমন /ইবি টাইমস/আরএন

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যেই শৈলকূপায় আনসার-ভিডিপি সদস্যদের মতবিনিময়

আপডেটের সময় ০৮:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১

ঝিনাইদহ প্রতিনিধিঃ দেশে যখন করোনার ভয়াবহ ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে, তখন ঝিনাইদহের শৈলকুপায় কয়েকশ আনসার-ভিডিপি সদস্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহে সরকারের বিধি-নিষেধ উপেক্ষা করেই হয়েছে এ মতবিনিময়।

উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার ্কাএ মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন গ্রাম হতে আনসার-ভিডিপি সদস্যরা সভায় অংশ নেন। এই মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলার আনসার-ভিডিপি কর্মকর্তাগন অতিথী হিসাবে উপস্থিত ছিলেন।

সরকারের নিষেধাজ্ঞা চলাকালীন আইন-শৃঙ্খলার সাথে জড়িত একটি বাহিনীর এমন অনুষ্ঠান নিয়ে চলছে ব্যাপক সমলোচনা। এ প্রসঙ্গে ঝিনাইদহের জেলা প্রশাসক মো: মজিবর রহমান জানান, এ মুহুর্তে সবাবেশটি না করাই উচিৎ ছিল, তবে এ বিষয়ে আমি খোঁজ খবর নিচ্ছি।

এদিকে, শৈলকুপা উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আসিফ ইকবাল বলছেন, যদিও দেশের পরিস্থিতি ভাল না কিন্তু পূর্ব নির্ধারিত সময়সূচী থাকায় এই মতবিনিময় সভা করা হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে, সর্বোচ্চ সতর্কতা ও স্যানিটাইজড করে সবাই মতবিনিময় সভায় এসেছে।

শেখ ইমন /ইবি টাইমস/আরএন