ভিয়েনা ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জনপ্রিয়তা তলানীতে তুরস্ক, যুক্তরাজ্য থেকে ইউরো ফাইটার টাইফুন কিনছে, আঙ্কারায় ক্রয় চুক্তি স্বাক্ষরিত টাঙ্গাইলে যুবদলের বর্ণাঢ্য র‍্যালি প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা আমাদের মূল উদ্দেশ্য : নৌপরিবহন উপদেষ্টা জুলাই সনদ দিয়ে দায়সারা ভাবে সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না : সারজিস আলম যুবদলকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হতে হবে : মেজর হাফিজ বিএনপির প্রচার সম্পাদক টুকুর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, থানায় জিডি দেশ গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের ভূমিকা অব্যাহত থাকবে : সেনাপ্রধান প্রায় ২৩ ঘণ্টা পর চালু হলো মেট্রোরেল লন্ডনে অবৈধ কর্মী নিয়োগের অভিযোগে বিশাল অঙ্কের জরিমানা

আজ ইউরো কাপে ইতালির মুখোমুখি অস্ট্রিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • ১৮ সময় দেখুন

ইউরো কাপের নকআউট রাউন্ডে আজ রাতে ইটালির আক্রমণ সামলে অঘটনের আশায় অস্ট্রিয়া

স্পোর্টস ডেস্কঃ ইতালি বিশ্ব ফুটবলে এক ঐতিহ্যের নাম। আজ ইউরো কাপের শেষ ১৬ তে তারা খেলবে ইউরো কাপের নকআউট রাউন্ডে প্রথমবারের মত খেলতে আসা রিয়াল মাদ্রিদের নতুন স্টার ডেভিড আলাবার দল অস্ট্রিয়া।

ইতালি বিশ্বকাপে চার বারের চ্যাম্পিয়ন তবে ২০১৮ সালে রাশিয়ায় বিশ্ব ফুটবলের সেরা মঞ্চে ইটালি যোগ্যতাই অর্জন করতে পারেনি! রবের্তো মানচিনির কোচিংয়ে আবার স্বমহিমায় ফিরে এসেছে তারা। এই ইউরো কাপের গ্রুপ পর্বের খেলায় নিজের মাঠে ৩ খেলায় জয়লাভ করে শীর্ষস্থান লাভ করে।

ইতালি মানেই রক্ষণাত্মক ফুটবল, এই ধারণাই বদলে দিয়েছেন মানচিনি। টানা ৩০টি ম্যাচে অপরাজিত রয়েছেন ইতালি। যদিও অতীত নিয়ে একেবারেই ভাবতে চান না ইতালির কোচ। ফুটবলারদের তরতাজা রাখতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে প্রথম একাদশে আটটি পরিবর্তন করেছিলেন মানচিনি।

লন্ডনে অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচের আগের দিন গতকাল তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, “শনিবার আমরা নতুন ভাবে ইউরো ২০২০-তে যাত্রা শুরু করব। তাই আগে কী হয়েছে তা নিয়ে ভাবছি না।” তিনি জোর দিয়ে বলেন,”অস্ট্রিয়া যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। তা ছাড়া শেষ ষোলোয় কোনও ম্যাচই সহজ নয়।” অস্ট্রিয়াকে কোন অবস্থাতেই ছোট করে দেখার সুযোগ নেই।

ইতালি কোচকে নিয়ে উচ্ছ্বসিত জোসে মোরিনহোও। তিনি বলেছেন, “মানচিনির কোচিংয়ে ইতালি অভূতপূর্ব উন্নতি করেছে।” অস্ট্রিয়া ম্যাচের আগে ইতালি শিবিরে স্বস্তি ফিরেছে অধিনায়ক জিয়োর্জিয়ো কিয়েল্লিনিকে নিয়েও। চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন রক্ষণের অন্যতম ভরসা। তবে অস্ট্রিয়ার বিরুদ্ধে শুরু থেকে কিয়েল্লিনি খেলবেন কি না, এখনও স্পষ্ট নয়।

বিশেষজ্ঞেরা অবশ্য শনিবারের খেলায় এগিয়ে রাখছেন লোরেনজো ইনসিনিয়ে, ম্যানুয়েল লোকাতেল্লিদের। ২০০৬ সালে বিশ্বকাপজয়ী ইতালি দলের অন্যতম সদস্য জানলুকা জামব্রোতা অবশ্য সতর্ক করে দিয়ে বলেছেন, “অস্ট্রিয়া কিন্তু কঠিন গ্রুপ থেকে শেষ ষোলোয় উঠেছে। মানের দিক থেকে ওরা ইতালির চেয়ে পিছিয়ে রয়েছে ঠিকই, কিন্তু ওদের হাল্কা ভাবে নেওয়া উচিত নয়।” জামব্রোতা ব্যাখ্যা করে বলেন, “রক্ষণ মজবুত করে খেলাই হবে অস্ট্রিয়ার রণনীতি। ইতালির বিরুদ্ধে ওরা ন্যূনতম ঝুঁকিও নেবে না।”

এই কারণেই ইতালির কোচ মানচিনি টাইব্রেকারের প্রস্তুতিও সেরে রেখেছেন। এখানেই শেষ নয়। টাইব্রেকারে ম্যাচ গড়ালে কারা শট নেবেন, তাও ঠিক করে ফেলেছেন তিনি। তাঁরা হলেন জর্জে লুইজ়, ইমমোবিলে, ফ্রান্সেসকো আকেরবি, দোমেনিকো বেরার্দি ও লিয়োনার্দো বোনুচ্চি।

অস্ট্রিয়ার অধিনায়ক সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া আলাবা অবশ্য আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, “ইটালি যে এ বারের প্রতিযোগিতার অন্যতম সেরা দল এবং খেতাবের অন্যতম দাবিদার, তা সকলেই জানে। পাশাপাশি ওদের শক্তি-দুর্বলতা সম্পর্কেও আমরা ওয়াকিবহাল।” এর পরেই তিনি যোগ করেছেন, “ইতালির দুর্বলতার সুযোগ নেওয়াই আমাদের লক্ষ্য।

কবির আহমেদ/ ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জনপ্রিয়তা তলানীতে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আজ ইউরো কাপে ইতালির মুখোমুখি অস্ট্রিয়া

আপডেটের সময় ০৯:২৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১

ইউরো কাপের নকআউট রাউন্ডে আজ রাতে ইটালির আক্রমণ সামলে অঘটনের আশায় অস্ট্রিয়া

স্পোর্টস ডেস্কঃ ইতালি বিশ্ব ফুটবলে এক ঐতিহ্যের নাম। আজ ইউরো কাপের শেষ ১৬ তে তারা খেলবে ইউরো কাপের নকআউট রাউন্ডে প্রথমবারের মত খেলতে আসা রিয়াল মাদ্রিদের নতুন স্টার ডেভিড আলাবার দল অস্ট্রিয়া।

ইতালি বিশ্বকাপে চার বারের চ্যাম্পিয়ন তবে ২০১৮ সালে রাশিয়ায় বিশ্ব ফুটবলের সেরা মঞ্চে ইটালি যোগ্যতাই অর্জন করতে পারেনি! রবের্তো মানচিনির কোচিংয়ে আবার স্বমহিমায় ফিরে এসেছে তারা। এই ইউরো কাপের গ্রুপ পর্বের খেলায় নিজের মাঠে ৩ খেলায় জয়লাভ করে শীর্ষস্থান লাভ করে।

ইতালি মানেই রক্ষণাত্মক ফুটবল, এই ধারণাই বদলে দিয়েছেন মানচিনি। টানা ৩০টি ম্যাচে অপরাজিত রয়েছেন ইতালি। যদিও অতীত নিয়ে একেবারেই ভাবতে চান না ইতালির কোচ। ফুটবলারদের তরতাজা রাখতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে প্রথম একাদশে আটটি পরিবর্তন করেছিলেন মানচিনি।

লন্ডনে অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচের আগের দিন গতকাল তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, “শনিবার আমরা নতুন ভাবে ইউরো ২০২০-তে যাত্রা শুরু করব। তাই আগে কী হয়েছে তা নিয়ে ভাবছি না।” তিনি জোর দিয়ে বলেন,”অস্ট্রিয়া যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। তা ছাড়া শেষ ষোলোয় কোনও ম্যাচই সহজ নয়।” অস্ট্রিয়াকে কোন অবস্থাতেই ছোট করে দেখার সুযোগ নেই।

ইতালি কোচকে নিয়ে উচ্ছ্বসিত জোসে মোরিনহোও। তিনি বলেছেন, “মানচিনির কোচিংয়ে ইতালি অভূতপূর্ব উন্নতি করেছে।” অস্ট্রিয়া ম্যাচের আগে ইতালি শিবিরে স্বস্তি ফিরেছে অধিনায়ক জিয়োর্জিয়ো কিয়েল্লিনিকে নিয়েও। চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন রক্ষণের অন্যতম ভরসা। তবে অস্ট্রিয়ার বিরুদ্ধে শুরু থেকে কিয়েল্লিনি খেলবেন কি না, এখনও স্পষ্ট নয়।

বিশেষজ্ঞেরা অবশ্য শনিবারের খেলায় এগিয়ে রাখছেন লোরেনজো ইনসিনিয়ে, ম্যানুয়েল লোকাতেল্লিদের। ২০০৬ সালে বিশ্বকাপজয়ী ইতালি দলের অন্যতম সদস্য জানলুকা জামব্রোতা অবশ্য সতর্ক করে দিয়ে বলেছেন, “অস্ট্রিয়া কিন্তু কঠিন গ্রুপ থেকে শেষ ষোলোয় উঠেছে। মানের দিক থেকে ওরা ইতালির চেয়ে পিছিয়ে রয়েছে ঠিকই, কিন্তু ওদের হাল্কা ভাবে নেওয়া উচিত নয়।” জামব্রোতা ব্যাখ্যা করে বলেন, “রক্ষণ মজবুত করে খেলাই হবে অস্ট্রিয়ার রণনীতি। ইতালির বিরুদ্ধে ওরা ন্যূনতম ঝুঁকিও নেবে না।”

এই কারণেই ইতালির কোচ মানচিনি টাইব্রেকারের প্রস্তুতিও সেরে রেখেছেন। এখানেই শেষ নয়। টাইব্রেকারে ম্যাচ গড়ালে কারা শট নেবেন, তাও ঠিক করে ফেলেছেন তিনি। তাঁরা হলেন জর্জে লুইজ়, ইমমোবিলে, ফ্রান্সেসকো আকেরবি, দোমেনিকো বেরার্দি ও লিয়োনার্দো বোনুচ্চি।

অস্ট্রিয়ার অধিনায়ক সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া আলাবা অবশ্য আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, “ইটালি যে এ বারের প্রতিযোগিতার অন্যতম সেরা দল এবং খেতাবের অন্যতম দাবিদার, তা সকলেই জানে। পাশাপাশি ওদের শক্তি-দুর্বলতা সম্পর্কেও আমরা ওয়াকিবহাল।” এর পরেই তিনি যোগ করেছেন, “ইতালির দুর্বলতার সুযোগ নেওয়াই আমাদের লক্ষ্য।

কবির আহমেদ/ ইবি টাইমস