চেক প্রজাতন্ত্রে টর্নেডোয় ৩ জন নিহত, আহত বেশ কয়েকজন

প্রাগ প্রতিনিধি: চেক প্রজাতন্ত্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে টর্নেডোয় ঘরবাড়ি ভেঙে পড়ায় কমপক্ষে তিন জন মারা গেছে ও বেশ কয়েকজন আহত হয়েছে। উদ্ধারকর্মীরা শুক্রবার এ কথা জানায়।

স্থানীয় জরুরি বিভাগের মুখপাত্র হেডভিকা ক্রোপাকোভা সংবাদ মাধ্যমকে বলেন, তিনজনের নিহতের বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। দুর্ভাগ্য আমরা তাদের প্রাণ রক্ষা করতে পারিনি। তিনি বলেন, আহত ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এরমধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।পরিস্থিতি বিবেচনায় এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। অস্ট্রিয়ান এবং স্লোভাক উদ্ধারকারীরা সহায়তায় নিয়োজিত রয়েছে।
টর্নেডো ও শিলাবৃষ্টির ফলে হডোনিনসহ বেশ কটি শহরে ব্যাপক ক্ষতি হয়েছে। হডোনিনে টর্নেডোর আঘাতে একটি অবসর হোম ও স্থানীয় চিড়িয়াখানা ধ্বংস হয়েছে।

চেক প্রজাতন্ত্রের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় অত্যন্ত বিপজ্জনক হওয়ার কারণে প্রাগে অবতরণ ঝুঁকিপূর্ণ হতে পারে বলে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের পর চেক প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিস ব্রাসেলসে থেকে যেতে বাধ্য হন।

প্রাগ/ইবিটাইমস/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »