ঢাকা প্রতিনিধি: ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আগা খান মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
শুক্রবার (২৫ জুন) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা আঞ্চলিক কর্মকর্তা মাহফুজা আক্তার নৌকা মার্কার প্রার্থী আগা খানকে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার গণমাধ্যমকে বলেন, অন্য কোনো প্রার্থী না থাকায় এবং আগা খান মিন্টুর মনোনয়নপত্র বৈধ হওয়ায় তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে শূন্য আসনটিতে ২৮ জুলাই ভোট হওয়ার কথা ছিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ওই আসনে তিনজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করায় একক প্রার্থী হিসেবে কেবল আগা খান বহাল থাকেন।
শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করে নেন জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, বিএনএফের কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদের আবু হানিফ। ফলে এ আসনের আর ভোটের প্রয়োজন পড়েনি।
ঢাকা/ইবিটাইমস/আরএন