অস্ট্রিয়ায় করোনায় আক্রান্ত হয়ে ১০ বছর বয়সের শিশুর মৃত্যু

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার বহুল প্রচারিত দৈনিক Kronen Zeitung জানিয়েছেন, অস্ট্রিয়ার সুইজারল্যান্ড সংলগ্ন রাজ্য Vorarlberg – এ  দশ বছর বয়সী এক শিশু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এটি অস্ট্রিয়ার করোনা ভাইরাসজনিত রোগের সবচেয়ে কম বয়সী শিকার।

সংবাদ মাধ্যম আরও  জানিয়েছেন, শিশুটি ছেলে বা মেয়ে সে সম্পর্কে Vorarlberg রাজ্য প্রশাসন থেকে কিছুই আর বলা হয় নি। শিশুটি কয়েকদিন পূর্বেই মৃত্যুবরণ করেছে। হাসপাতাল ও প্রশাসনের পক্ষ থেকে শিশুটির পরিবারের প্রতি সহানভূতি ও শ্রদ্ধা রেখে বাকী তথ্য গণমাধ্যমে প্রকাশে বিরত থাকার কথা জানিয়েছেন।

এদিকে অস্ট্রিয়ার রাস্ট্রীয় টেলিভিশনের সংবাদে বলা হয়েছে অস্ট্রিয়ায় এই পর্যন্ত ভারতীয় করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত ৩৬১ জন শনাক্ত হয়েছেন।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ১১ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩৩ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ১৬ জন, OÖ রাজ্যে ৯ জন, Salzburg রাজ্যেও ৯ জন, Tirol রাজ্যে ৫ জন, Burgenland রাজ্যে ৪ জন, Vorarlberg রাজ্যে ৩ জন, Kärnten রাজ্যে ১ জন এবং Salzburg রাজ্যে – ৩ জন (ডাটা ক্লিনিং)।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ অস্ট্রিয়ায় করোনার টিকা দেয়া হয়েছে ১,১৭,০৮৩ ডোজ এবং এই পর্যন্ত দেয়া হয়েছে ৭১,২৫,২৪৯ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৪৯,৯২২ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৬৯৭ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৬,৩৬,৯২৩ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২,৩০২ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৭০ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১৭ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »