অনাস্থা ভোটে পার পেলেন জাস্টিন ট্রডো

আন্তর্জাতিক ডেস্ক:  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রডো সংখ্যালঘু সরকার প্রস্তাবিত বাজেট প্রশ্নে পার্লামেন্টে দেয়া বুধবারের অনাস্থা ভোটে পার পেয়ে গেলেন। এর মধ্যদিয়ে তিনি এই গ্রীস্মের সম্ভাব্য আগাম নির্বাচন এড়াতে সক্ষম হলেন।

বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, দেশটির হাউস অব কমন্সে বাজেট অনুমোদনের পক্ষে ২১১ এবং বিপক্ষে ১২১ ভোট পড়ে। গত এপ্রিলে এ বাজেটের প্রস্তাব দেয়া হয়। বাজেটটির আওতায় তিন বছরের বেশি সময়ে ১০১.৪ বিলিয়ন কানাডিয়ান ডলার (৬৯ বিলিয়ন ইউরো) ব্যয় করার মেগা পরিকল্পনা হাতে নেয়া হয়।

রক্ষণশীল বিরোধী দল ট্রডোর বিপক্ষে ভোট দেয়। তিনি নিম্ন কক্ষের অপর তিনটি ছোট ব্লকের সমর্থনের সুবাদে এ যাত্রায় আপাতত টিকে গেছেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »