ভিয়েনা ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাইয়ের প্রথম সপ্তাহে স্বাভাবিক সিডিউলে চলবে অস্ট্রিয়ান রেলওয়ে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
  • ২৯ সময় দেখুন

অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে(ÖBB) তার স্টাফ এবং বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত কাজ জুলাই থেকে বাতিল করেছে

ইউরোপ ডেস্কঃ আগাগী ৫ জুলাই থেকে অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে তার স্বাভাবিক সিডিউলে চলবে বলে জানিয়েছে। আজ অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বর্তমানে অস্ট্রিয়া সহ প্রতিবেশী বিভিন্ন ইউরোপীয় দেশে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বিভিন্ন বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে। ফলে এখন যাত্রীদের সংখ্যা বেড়ে যাওয়ায় ÖBB তার বার্ষিক স্বাভাবিক পরিকল্পনা বা সিডিউলে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ÖBB তার সকল কর্মকর্তা ও কর্মচারীদের স্বল্পকালীন কাজ জুলাই মাস থেকে বাতিল করেছেন।

এখানে উল্লেখ্য যে, অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে (ÖBB) প্রতিবৎসর ইউরোপের বিভিন্ন দেশের সাথে সম্মিলিতভাবে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে তার বাৎসরিক নতুন সিডিউল দিয়ে থাকে। গত বৎসর ২০২০ সালে করোনার প্রথম প্রাদুর্ভাবের পর ÖBB ১৫ ডিসেম্বর থেকে নতুন সিডিউল ঘোষণা করলেও করোনার দ্বিতীয় প্রাদুর্ভাবের জন্য তা স্থগিত করা হয়েছিল।

এদিকে অস্ট্রিয়ান রেলওয়ের ক্যাটারিং পার্টনার Don Board Service রেলওয়ের এই সিদ্ধান্তের পর তার স্বল্পকালীন কাজ জুলাই থেকে বাতিল ঘোষণা করেছে।

Don Board Service এর ভিয়েনার Cater Crew প্রধান Uwe Friers ইউরো বাংলা টাইমসের ভিয়েনা প্রতিনিধি কবির আহমেদের সাথে এক টেলিফোন সাক্ষাৎকারে জানান, ÖBB নির্দেশনা অনুযায়ী আগামী জুলাই মাস থেকে ডন সম্পূর্ণ ডিউটিতে ফিরে আসছে।

এতোদিন করোনার স্বল্পকালীন কাজের জন্য Cater Crew কর্মকর্তা ও কর্মচারীদের কাজের পরিকল্পনা করা হত সাপ্তাহিক। আগামী জুলাই মাস থেকে ÖBB ক্যাটারিং পার্টনার Don এর Cater Crew বিভাগের স্টাফদের কাজের প্লান বা পরিকল্পনা পুনরায় মাসিক হিসাবে করা হবে বলে জানান তিনি।

অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে তার দূরপাল্লার দ্রুতগামী রেলজেট ট্রেন,ইউরো সিটি এবং ইন্টারসিটি ট্রেনের খাবার গাড়ি পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে কোন ক্যাটারিং প্রতিষ্ঠানকে লিজ দিয়ে থাকে যাত্রীসেবা সার্ভিসের জন্য। পাঁচ বৎসর পর পুনরায় একই প্রতিষ্ঠান টেন্ডার লাভ করতেও পারে বা নতুন কোন ক্যাটারিং প্রতিষ্ঠান দায়িত্ব গ্রহণ করবে।

বর্তমান হিসাব অনুযায়ী সমগ্র অস্ট্রিয়া ÖBB এর ক্যাটারিং পার্টনার Don এর কর্মকর্তা ও কর্মচারীদের সংখ্যা প্রায় ১৪,০০০ হাজার। এর মধ্যে ট্রেনে কর্মরত স্টুয়ার্ডরাও আছেন। কোন কারনে পাঁচ বৎসর পর নতুন টেন্ডারের পর অন্য কোন ক্যাটারিং প্রতিষ্ঠান আসলেও শুধুমাত্র ব্যবস্থাপনা পরিষদ(ম্যানেজমেন্ট) ব্যতীত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ দায়িত্বেই বহাল থাকেন।

কবির আহমেদ/ ইবিটাইমস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জুলাইয়ের প্রথম সপ্তাহে স্বাভাবিক সিডিউলে চলবে অস্ট্রিয়ান রেলওয়ে

আপডেটের সময় ০৪:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১

অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে(ÖBB) তার স্টাফ এবং বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত কাজ জুলাই থেকে বাতিল করেছে

ইউরোপ ডেস্কঃ আগাগী ৫ জুলাই থেকে অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে তার স্বাভাবিক সিডিউলে চলবে বলে জানিয়েছে। আজ অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বর্তমানে অস্ট্রিয়া সহ প্রতিবেশী বিভিন্ন ইউরোপীয় দেশে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বিভিন্ন বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে। ফলে এখন যাত্রীদের সংখ্যা বেড়ে যাওয়ায় ÖBB তার বার্ষিক স্বাভাবিক পরিকল্পনা বা সিডিউলে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ÖBB তার সকল কর্মকর্তা ও কর্মচারীদের স্বল্পকালীন কাজ জুলাই মাস থেকে বাতিল করেছেন।

এখানে উল্লেখ্য যে, অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে (ÖBB) প্রতিবৎসর ইউরোপের বিভিন্ন দেশের সাথে সম্মিলিতভাবে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে তার বাৎসরিক নতুন সিডিউল দিয়ে থাকে। গত বৎসর ২০২০ সালে করোনার প্রথম প্রাদুর্ভাবের পর ÖBB ১৫ ডিসেম্বর থেকে নতুন সিডিউল ঘোষণা করলেও করোনার দ্বিতীয় প্রাদুর্ভাবের জন্য তা স্থগিত করা হয়েছিল।

এদিকে অস্ট্রিয়ান রেলওয়ের ক্যাটারিং পার্টনার Don Board Service রেলওয়ের এই সিদ্ধান্তের পর তার স্বল্পকালীন কাজ জুলাই থেকে বাতিল ঘোষণা করেছে।

Don Board Service এর ভিয়েনার Cater Crew প্রধান Uwe Friers ইউরো বাংলা টাইমসের ভিয়েনা প্রতিনিধি কবির আহমেদের সাথে এক টেলিফোন সাক্ষাৎকারে জানান, ÖBB নির্দেশনা অনুযায়ী আগামী জুলাই মাস থেকে ডন সম্পূর্ণ ডিউটিতে ফিরে আসছে।

এতোদিন করোনার স্বল্পকালীন কাজের জন্য Cater Crew কর্মকর্তা ও কর্মচারীদের কাজের পরিকল্পনা করা হত সাপ্তাহিক। আগামী জুলাই মাস থেকে ÖBB ক্যাটারিং পার্টনার Don এর Cater Crew বিভাগের স্টাফদের কাজের প্লান বা পরিকল্পনা পুনরায় মাসিক হিসাবে করা হবে বলে জানান তিনি।

অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে তার দূরপাল্লার দ্রুতগামী রেলজেট ট্রেন,ইউরো সিটি এবং ইন্টারসিটি ট্রেনের খাবার গাড়ি পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে কোন ক্যাটারিং প্রতিষ্ঠানকে লিজ দিয়ে থাকে যাত্রীসেবা সার্ভিসের জন্য। পাঁচ বৎসর পর পুনরায় একই প্রতিষ্ঠান টেন্ডার লাভ করতেও পারে বা নতুন কোন ক্যাটারিং প্রতিষ্ঠান দায়িত্ব গ্রহণ করবে।

বর্তমান হিসাব অনুযায়ী সমগ্র অস্ট্রিয়া ÖBB এর ক্যাটারিং পার্টনার Don এর কর্মকর্তা ও কর্মচারীদের সংখ্যা প্রায় ১৪,০০০ হাজার। এর মধ্যে ট্রেনে কর্মরত স্টুয়ার্ডরাও আছেন। কোন কারনে পাঁচ বৎসর পর নতুন টেন্ডারের পর অন্য কোন ক্যাটারিং প্রতিষ্ঠান আসলেও শুধুমাত্র ব্যবস্থাপনা পরিষদ(ম্যানেজমেন্ট) ব্যতীত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ দায়িত্বেই বহাল থাকেন।

কবির আহমেদ/ ইবিটাইমস