রাশিয়াকে ৪-১ গোলের পরাজিত করে ইউরো কাপে ডেনমার্কের অবিশ্বাস্য প্রত্যাবর্তন

এই গ্রুপের অপর খেলায় বেলজিয়াম সহজেই ফিনল্যান্ডকে ২-০ গোলে পরাজিত করেছে

স্পোর্টস ডেস্কঃ গতকাল সোমবার ২১ জুন ডেনমার্কের রাজধানী কোপেনহাগেনে ইউরো কাপের ‘বি’ গ্রুপের শেষ খেলায় অনেক নাটকীয় ঘটনা ঘটেছে। ডেনমার্ক পর পর দুই খেলায় পরাজয়ের পর কাল যেন রাশিয়ার সাথে তেলে বেগুন জ্বলে উঠেছিল। গোলের বন্যা বইয়ে দিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা রাশিয়াকে শুধুমাত্র নাস্তানাবুদ করেই ছাড়েনি বরং টুর্নামেন্টে থেকেই প্রায় বের করে দিয়ে নিজেই এখন বেলজিয়ামের পর দ্বিতীয় স্থান দখল করেছে।

ডেনমার্ক তার প্রথম খেলায় দলের সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ান এরিকসেনের খেলা চলাকালীন সময়ে হার্ট এটাকের কারনে দুই ঘন্টা স্থগিতের পর সে খেলায় ফিনল্যান্ডের কাছে এক গোলে পরাজিত হতে হয়েছিল।

তারপর দ্বিতীয় খেলায় বেলজিয়ামের কাছে ২-১ গোলে পরাজিত হওয়ার পর ডেনিশ দর্শকরা মোটামুটি এই ইউরো কাপ থেকে তাদের বিদায়ের প্রস্তুতি নিতে ছিলেন। আর ঠিক তখনই ঘটে গেল  আজকের এই নাটকীয় ঘটনা।

এই ‘বি’ গ্রুপে বেলজিয়ামের সংগ্রহ পূর্ণ ৯। তারা পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ ষোলোতে পৌঁছে গেছে।অন্যদিকে ডেনমার্ক, ফিনল্যান্ড ও রাশিয়া সবার সংগ্রহ সমান ৩। কিন্তু শেষ ম্যাচে রাশিয়াকে ৪-১ ব্যবধানে হারানোয় ডেনমার্কের গোল ব্যবধান বেড়ে হয় +১। অন্যদিকে রাশিয়া ও ফিনল্যান্ডের ৩ পয়েন্ট হলেও তাদের গোল ব্যবধান যথাক্রমে -৫ ও -২। ফলে ফিনল্যান্ড ও রাশিয়াকে পেছনে ফেলে গোল ব্যবধানের বদৌলতে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে ডেনমার্ক।

এমন অবিশ্বাস্য জয় এবং শেষ ষোলো নিশ্চিত করার কৃতিত্ব তারা উৎস্বর্গ করেছে ক্রিস্টিয়ান এরিকসনকে।

সোমবার দিবাগত রাতে পার্কেন স্টেডিয়ামে রাশিয়ার বিপক্ষে প্রথমার্ধে একটি গোল করে ডেনমার্ক। ৩৮ মিনিটে গোলটি করেন মাইকেল দামসগার্ড। বিরতির পর করে আরও তিনটি। ডেনমার্কের হয়ে ৫৯ মিনিটে ব্যবধান বাড়ান ইউসুফ পোলসেন। ৭০ মিনিটে রাশিয়ার আর্তেম জুবা পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান। কিন্তু ৭৯ মিনিটে ডেনমার্কের আন্দ্রেস ক্রিস্টেনসেন ও ৮২ মিনিটে জোয়াকিম মায়েহলি গোল করে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। অবিশ্বাস্যভাবে নিশ্চিত করেন নকআউট পর্ব।

কবির আহমেদ/ ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »