ভিয়েনা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রিয়া ইউরো কাপের প্রথম খেলায় ৩-১ গোলে উত্তর ম্যাসেডোনিয়াকে হারিয়েছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
  • ১২ সময় দেখুন

অস্ট্রিয়া “ইউরো ২০২০” এ যথেষ্ট শক্তিমত্তার পরিচয় দিয়ে শুভযাত্রা শুরু 

ইউরোপ ডেস্কঃ আজ রবিবার ১৩ জুন অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দল রুমানিয়ার রাজধানী বুখারেস্টে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপের ‘সি’ গ্রুপের খেলায় যথেষ্ট শক্তিমত্তার পরিচয় দিয়ে শক্তিশালী বলকান রাস্ট্র উত্তর ম্যাসেডোনিয়াকে সহজেই ৩-১ গোলে পরাজিত করে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছেন। অবশ্য অন্তত গ্রুপের অন্য দুই দল নেদারল্যান্ডস ও ইউক্রেনের খেলা হওয়া পর্যন্ত।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন খেলার প্রথমার্ধের খেলা ১-১ গোলে শেষ হয়। তারপর অস্ট্রিয়ান কোচ ফ্রান্কো ফোডার দ্বিতীয়ার্ধের দুই হাফটাইম জোকার গ্রেগোরিটসচ এবং আরনোটোভিচ দুই গোল করে অস্ট্রিয়ার এই বিরাট জয় নিশ্চিত করেন। বেশী গোল করে জয়লাভ করায় অস্ট্রিয়ার গ্রুপে তৃতীয় স্থান অর্জন করলে পরবর্তী পর্বে খেলার নিশ্চিয়তা দেখা দিয়েছে। কেননা “ইউরো ২০২০” এর ৬ টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ সরাসরি পরবর্তী পর্বে খেলবে। আর ৬ গ্রুপের বেষ্ট তৃতীয় স্থান অধিকারী থেকে আরও ৪ টি দল নিয়ে মোট ১৬ টি দল নকআউট ভিত্তিতে খেলবে।

খেলার প্রথমার্ধের ১৮ মিনিটের মাথায় অস্ট্রিয়ার মধ্যমাঠের খেলোয়াড় স্টেফান লাইনার উত্তর ম্যাসেডোনিয়ার গোলরক্ষকের চোখ ফাঁকি দিয়ে বল জালে প্রবেশ করিয়ে ১-০ গোলে দলকে এগিয়ে নিয়ে যান। তবে খেলার ২৮ মিনিটের মাথায় অস্ট্রিয়ার রক্ষণভাগের মারাত্মক ভুল বুঝাবুঝির সুযোগে উত্তর ম্যাসেডোনিয়ার স্ট্রাইকার গোরান পান্ডেভ অস্ট্রিয়ার জালে বল প্রবেশ করিয়ে খেলায় সমতা ফিরিয়ে নিয়ে আনেন (১-১)।

অস্ট্রিয়ার কোচ আজ স্ট্রাইকার আরনাটোভিচকে খেলার দ্বিতীয়ার্ধে মাঠে নামান অন্য জোকার গ্রেগোরিটসচ এর সাথে। এই দুই জোকার নামার সাথে সাথেই অস্ট্রিয়ার আক্রমণ কিছুটা বৃদ্ধি পায়। খেলার ৭৮ মিনিটে গ্রেগোরিটসচ (২-১) এবং ৮৯ মিনিটে আরনাটোভিচ গোল (৩-১) করে দলের জন্য ঐতিহাসিক জয় নিশ্চিত করেন।

বরাবরের মতোই অস্ট্রিয়ার খেলার আক্রমণের মূলে ছিল অস্ট্রিয়ার জাতীয় দলের অধিনায়ক মধ্যমাঠের খেলোয়াড় ডেভিড আলাবা। অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের অধিনায়ক ডেভিড আলাবা জার্মানির বায়ার্ন মিউনিখ থেকে স্পেনের রিয়েল মাদ্রিদে স্থানান্তরিত হয়েছেন।

অস্ট্রিয়া ‘সি’ গ্রুপের পরবর্তী খেলা নেদারল্যান্ডসের সাথে আমস্টারডামে আগামী বৃহস্পতিবার খেলবে। উত্তর ম্যাসেডোনিয়া ইউক্রেনের মোকাবেলা করবে ইউক্রেনের সাথে রুমানিয়ার রাজধানী বুখারেস্টে।

কবির আহমেদ/ ইবি টাইমস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়া ইউরো কাপের প্রথম খেলায় ৩-১ গোলে উত্তর ম্যাসেডোনিয়াকে হারিয়েছে

আপডেটের সময় ০৯:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১

অস্ট্রিয়া “ইউরো ২০২০” এ যথেষ্ট শক্তিমত্তার পরিচয় দিয়ে শুভযাত্রা শুরু 

ইউরোপ ডেস্কঃ আজ রবিবার ১৩ জুন অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দল রুমানিয়ার রাজধানী বুখারেস্টে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপের ‘সি’ গ্রুপের খেলায় যথেষ্ট শক্তিমত্তার পরিচয় দিয়ে শক্তিশালী বলকান রাস্ট্র উত্তর ম্যাসেডোনিয়াকে সহজেই ৩-১ গোলে পরাজিত করে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছেন। অবশ্য অন্তত গ্রুপের অন্য দুই দল নেদারল্যান্ডস ও ইউক্রেনের খেলা হওয়া পর্যন্ত।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন খেলার প্রথমার্ধের খেলা ১-১ গোলে শেষ হয়। তারপর অস্ট্রিয়ান কোচ ফ্রান্কো ফোডার দ্বিতীয়ার্ধের দুই হাফটাইম জোকার গ্রেগোরিটসচ এবং আরনোটোভিচ দুই গোল করে অস্ট্রিয়ার এই বিরাট জয় নিশ্চিত করেন। বেশী গোল করে জয়লাভ করায় অস্ট্রিয়ার গ্রুপে তৃতীয় স্থান অর্জন করলে পরবর্তী পর্বে খেলার নিশ্চিয়তা দেখা দিয়েছে। কেননা “ইউরো ২০২০” এর ৬ টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ সরাসরি পরবর্তী পর্বে খেলবে। আর ৬ গ্রুপের বেষ্ট তৃতীয় স্থান অধিকারী থেকে আরও ৪ টি দল নিয়ে মোট ১৬ টি দল নকআউট ভিত্তিতে খেলবে।

খেলার প্রথমার্ধের ১৮ মিনিটের মাথায় অস্ট্রিয়ার মধ্যমাঠের খেলোয়াড় স্টেফান লাইনার উত্তর ম্যাসেডোনিয়ার গোলরক্ষকের চোখ ফাঁকি দিয়ে বল জালে প্রবেশ করিয়ে ১-০ গোলে দলকে এগিয়ে নিয়ে যান। তবে খেলার ২৮ মিনিটের মাথায় অস্ট্রিয়ার রক্ষণভাগের মারাত্মক ভুল বুঝাবুঝির সুযোগে উত্তর ম্যাসেডোনিয়ার স্ট্রাইকার গোরান পান্ডেভ অস্ট্রিয়ার জালে বল প্রবেশ করিয়ে খেলায় সমতা ফিরিয়ে নিয়ে আনেন (১-১)।

অস্ট্রিয়ার কোচ আজ স্ট্রাইকার আরনাটোভিচকে খেলার দ্বিতীয়ার্ধে মাঠে নামান অন্য জোকার গ্রেগোরিটসচ এর সাথে। এই দুই জোকার নামার সাথে সাথেই অস্ট্রিয়ার আক্রমণ কিছুটা বৃদ্ধি পায়। খেলার ৭৮ মিনিটে গ্রেগোরিটসচ (২-১) এবং ৮৯ মিনিটে আরনাটোভিচ গোল (৩-১) করে দলের জন্য ঐতিহাসিক জয় নিশ্চিত করেন।

বরাবরের মতোই অস্ট্রিয়ার খেলার আক্রমণের মূলে ছিল অস্ট্রিয়ার জাতীয় দলের অধিনায়ক মধ্যমাঠের খেলোয়াড় ডেভিড আলাবা। অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের অধিনায়ক ডেভিড আলাবা জার্মানির বায়ার্ন মিউনিখ থেকে স্পেনের রিয়েল মাদ্রিদে স্থানান্তরিত হয়েছেন।

অস্ট্রিয়া ‘সি’ গ্রুপের পরবর্তী খেলা নেদারল্যান্ডসের সাথে আমস্টারডামে আগামী বৃহস্পতিবার খেলবে। উত্তর ম্যাসেডোনিয়া ইউক্রেনের মোকাবেলা করবে ইউক্রেনের সাথে রুমানিয়ার রাজধানী বুখারেস্টে।

কবির আহমেদ/ ইবি টাইমস