ঢাকা: করোনার সংক্রমণ হারের দিক থেকে বাংলাদেশসহ ৬১টি দেশকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য-বিভাগ। ঝুঁকিপূর্ণ দেশগুলোতে নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ দিয়ে নির্দেশনাও জারি করা হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ‘সিডিসি’ বিশ্বের বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি বিশ্লেষণ করে নতুন করে ভ্রমণ নির্দেশিকা প্রকাশ করেছে। এতে, বাংলাদেশ ছাড়াও অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মিয়ানমারকে তালিকাভূক্ত করা হয়েছে।
এছাড়াও অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় ফ্রান্স ও যুক্তরাজ্যের নামও রয়েছে। এ তালিকায় এশিয়ার অন্য দেশগুলো হলো বাহরাইন, ইরাক, কুয়েত, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, সৌদি আরব, সিরিয়া, উজবেকিস্তান ও ইয়েমেন।
মহামারির মধ্যে এসব দেশ ভ্রমণ না করতে পরামর্শ দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের। তবে, জরুরি প্রয়োজনে ভ্রমণের ক্ষেত্রে করোনার টিকা নিয়ে যাওয়ার ব্যাপারে ইতিবাচক মত দিয়েছে সিডিসি।
ঢাকা ডেস্ক/ইবিটাইমস/এমএন